নিউইয়র্ক ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর পর্যবেক্ষণ বাড়ানোর দাবি ব্রুনো স্ট্যাগনোর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৩৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইএক্সকের আসন্ন বাংলাদেশ সফরে সরকারি নিরাপত্তা বাহিনীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত বলে মনে করেন হিউম্যান রাইটস ওয়াচের প্রধান অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো উগার্তে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। খুব শিগগিরই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

আরোও পড়ুন । এক বছরে চীনের পারমাণবিক অস্ত্র বৃদ্ধি পেয়েছে ১৭ ভাগ

ব্রুনো স্ট্যাগনো তার প্রতিবেদনে বলেন, বাংলাদেশ যদি শান্তিরক্ষা মিশনে তার ভূমিকা অব্যাহত রাখতে চায়, তবে তাদের যথাযথভাবে জাতিসংঘের মানবাধিকার স্ক্রিনিং নীতি প্রয়োগ করা উচিত। জাতিসংঘের পাশাপাশি সরকারকে নিশ্চিত করতে হবে যে তাদের শান্তিরক্ষীরা জাতিসংঘের সঙ্গে কাজ করছেন। তারা যেনো এমন কোনো কাজ না করে যাতে মানবাধিকার লঙ্ঘন হয়।

২০১৯ সালে বাংলাদেশের রেকর্ড পর্যালোচনা করার সময় জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, র‍্যাবের কর্মীরা প্রায়শই জাতিসংঘের শান্তি মিশনে কাজ করায় তারা উদ্বিগ্ন। এমনটাই জানানো হয় এই প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাউকে নিয়োগ দেওয়ার আগে একটি যাচাই পদ্ধতি চালু করা উচিত, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতনের অভিযোগও তদন্ত করে দেখা উচিত।

এর আগে গত ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। লেখক : ব্রুনো স্ট্যাগনো উগার্তে হিউম্যান রাইটস ওয়াচের প্রধান অ্যাডভোকেসি অফিসার

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর পর্যবেক্ষণ বাড়ানোর দাবি ব্রুনো স্ট্যাগনোর

প্রকাশের সময় : ১১:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইএক্সকের আসন্ন বাংলাদেশ সফরে সরকারি নিরাপত্তা বাহিনীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত বলে মনে করেন হিউম্যান রাইটস ওয়াচের প্রধান অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো উগার্তে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। খুব শিগগিরই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

আরোও পড়ুন । এক বছরে চীনের পারমাণবিক অস্ত্র বৃদ্ধি পেয়েছে ১৭ ভাগ

ব্রুনো স্ট্যাগনো তার প্রতিবেদনে বলেন, বাংলাদেশ যদি শান্তিরক্ষা মিশনে তার ভূমিকা অব্যাহত রাখতে চায়, তবে তাদের যথাযথভাবে জাতিসংঘের মানবাধিকার স্ক্রিনিং নীতি প্রয়োগ করা উচিত। জাতিসংঘের পাশাপাশি সরকারকে নিশ্চিত করতে হবে যে তাদের শান্তিরক্ষীরা জাতিসংঘের সঙ্গে কাজ করছেন। তারা যেনো এমন কোনো কাজ না করে যাতে মানবাধিকার লঙ্ঘন হয়।

২০১৯ সালে বাংলাদেশের রেকর্ড পর্যালোচনা করার সময় জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, র‍্যাবের কর্মীরা প্রায়শই জাতিসংঘের শান্তি মিশনে কাজ করায় তারা উদ্বিগ্ন। এমনটাই জানানো হয় এই প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাউকে নিয়োগ দেওয়ার আগে একটি যাচাই পদ্ধতি চালু করা উচিত, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতনের অভিযোগও তদন্ত করে দেখা উচিত।

এর আগে গত ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। লেখক : ব্রুনো স্ট্যাগনো উগার্তে হিউম্যান রাইটস ওয়াচের প্রধান অ্যাডভোকেসি অফিসার

বেলী/হককথা