ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে আসছে বড় ছাঁটাই
- প্রকাশের সময় : ১২:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ৫৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আবারও বড় ধরনের ছাঁটাইয়ের পথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ব্যয় সংকোচন ও কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারেন। বুধবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।খবরে বলা হয়েছে, চাকরি ছাঁটাইয়ের ঘোষণা পত্র প্রস্তুত করতে পরিচালকদের অবহিত করা হয়েছে ইতোমধ্যে।
বৈশ্বিক বিজ্ঞাপনের বাজার দুর্বল হওয়ার পাশাপাশি ক্রমাগত ব্যয় বাড়ার ফলে কোম্পানিটি গত বছর তার মোট জনশক্তির ১৩ শতাংশের মতো বা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করে। এ ছাড়া ফেসবুক পরিকল্পনা করছে, কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে এখন নিচের পদে কাজ করতে বলা হবে। গত মার্চে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছিলেন, সামনে বড় ধরনের ছাঁটাই আসতে যাচ্ছে।
তিনি বলেছিলেন, আগামী এপ্রিলের শেষ দিকে আমাদের টেক গ্রুপ এবং মে’র শেষের দিকে ব্যবসায়িক গ্রুপগুলোর পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারব বলে আশা করছি। এ কাজ সম্পন্ন করতে বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে। ধারণা করা হচ্ছে সবমিলিয়ে ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন। ব্লমবার্গ এ সংক্রান্ত মেটার কিছু ডকুমেন্টস দেখে জানিয়েছে, দল পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। অনেক কর্মীকে নতুন পরিচালকের অধীনে কাজ করতে হতে পারে। নথিতে বলা হয়েছে, মেটা বুধবার (১৯ এপ্রিল) থেকে উত্তর আমেরিকার অনেক কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিতে পারে।
সুমি/হককথা