নিউইয়র্ক ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফের গ্রেফতার হচ্ছেন ইমরান খান!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ২৮ বার পঠিত

ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। নতুন মামলায় আবারও গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই কর্ণধার। বুধবার (১৭ মে) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড টুইটারে এক পোস্টে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ ইমরান খান। পোস্টে ইমরান খান লিখেছেন, ‘গ্রেফতারের আগে হতে পারে এটাই আমার শেষ টুইট, পুলিশ আমার বাসভবন ঘিরে রেখেছে।’

পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি- এরই মধ্যে শহরের মল রোড থেকে জামান পার্কের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে জামান পার্ক ছাড়াও শহরের ধর্মপুরা ব্রিজ, আল্লামা ইকবাল রোড, মল রোড, গড়ি শাহু ক্যানাল রোড এলাকায় লাঠিসোঁটায় সজ্জিত ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, টুইটারে সেই পোস্টের সঙ্গে একটি লাইভ ভিডিও যুক্ত রয়েছে। যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘এখনও সময় আছে। কথা বলুন এবং বুদ্ধিমান হোন। এই সংকটের একমাত্র সমাধান হলো নির্বাচন। যারা নির্বাচন করতে পারে, আমি তাদের কাছে নির্বাচনের মাধ্যমে দেশকে বাঁচানোর আবেদন করছি।’

আরোও পড়ুন। ইমরানের বাসা ঘিরে পুলিশ, গ্রেপ্তার আতঙ্ক

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ভবন থেকে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে পুরো পাকিস্তান। দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় পিটিআই নেতাকর্মীদের। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, সেনানিবাস ও সেনাদফতরেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যেই পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)’ পিটিআই চেয়ারম্যানের আট দিনের রিমান্ড মঞ্জুর করে। সবশেষ ১২ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এনএবি’কে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ওইদিন তাকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে হাইকোর্ট আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই প্রধানকে গ্রেফতার ‘অবৈধ’ উল্লেখ করে ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ দেশ। সেদিনও মুক্তির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি দেশের কোনো ক্ষতি চাই না এবং জনগণকে উসকে দিতে চাই না। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। তথ্যসূত্র : ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জং (ঊদু)।

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফের গ্রেফতার হচ্ছেন ইমরান খান!

প্রকাশের সময় : ১২:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। নতুন মামলায় আবারও গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই কর্ণধার। বুধবার (১৭ মে) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড টুইটারে এক পোস্টে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ ইমরান খান। পোস্টে ইমরান খান লিখেছেন, ‘গ্রেফতারের আগে হতে পারে এটাই আমার শেষ টুইট, পুলিশ আমার বাসভবন ঘিরে রেখেছে।’

পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি- এরই মধ্যে শহরের মল রোড থেকে জামান পার্কের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে জামান পার্ক ছাড়াও শহরের ধর্মপুরা ব্রিজ, আল্লামা ইকবাল রোড, মল রোড, গড়ি শাহু ক্যানাল রোড এলাকায় লাঠিসোঁটায় সজ্জিত ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, টুইটারে সেই পোস্টের সঙ্গে একটি লাইভ ভিডিও যুক্ত রয়েছে। যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘এখনও সময় আছে। কথা বলুন এবং বুদ্ধিমান হোন। এই সংকটের একমাত্র সমাধান হলো নির্বাচন। যারা নির্বাচন করতে পারে, আমি তাদের কাছে নির্বাচনের মাধ্যমে দেশকে বাঁচানোর আবেদন করছি।’

আরোও পড়ুন। ইমরানের বাসা ঘিরে পুলিশ, গ্রেপ্তার আতঙ্ক

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ভবন থেকে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে পুরো পাকিস্তান। দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় পিটিআই নেতাকর্মীদের। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, সেনানিবাস ও সেনাদফতরেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যেই পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)’ পিটিআই চেয়ারম্যানের আট দিনের রিমান্ড মঞ্জুর করে। সবশেষ ১২ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এনএবি’কে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ওইদিন তাকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে হাইকোর্ট আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই প্রধানকে গ্রেফতার ‘অবৈধ’ উল্লেখ করে ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ দেশ। সেদিনও মুক্তির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি দেশের কোনো ক্ষতি চাই না এবং জনগণকে উসকে দিতে চাই না। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। তথ্যসূত্র : ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জং (ঊদু)।

সুমি/হককথা