ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান
- প্রকাশের সময় : ০৫:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৫৪ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : গাজা ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বন্ধে রাশিয়ার আনীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
রাশিয়ার আনা এ প্রস্তাবে ভোট দেয় চার দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চার দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এ ছাড়া ছয় দেশ ভোট দানে বিরত থাকে। সোমবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরাইলি নিহত হন। হামাসের হামলার পর পালটা হামলা শুরু করে ইসরাইল। এ হামলা এখনো অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হন।
এদিকে হামাস ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেলআবিব যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরাইলের হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন।