নিউইয়র্ক ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফিলিস্তিনের জন্য সাড়ে ২৯ কোটি ডলার চাইল জাতিসংঘ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪২ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের জন্য ‘অতি জরুরি প্রয়োজন’ উল্লেখ করে ২৯ কোটি ৪০ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। এই তহবিল সংঘাতপূর্ণ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের ১২ লাখের বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বলেছে, ইসরায়েলি বাহিনী ও হামাসের চলমান সংঘাতে গত বৃহস্পতিবার এক দিনেই গাজায় ৮৪ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সংস্থাটি বলছে, এই সংখ্যা মিলিয়ে গাজায় বর্তমানে প্রায় চার লাখ ২৩ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। গাজা উপত্যকার বেশিরভাগ বাসিন্দার এখন খাবার পানি বা গৃহকাজে ব্যবহারের জন্য কোনো পানি সরবরাহ নেই। গাজায় কমপক্ষে ৫০ হাজার নারী গর্ভবতী। তাদের মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার নারী আগামী কয়েক মাসের মধ্যেই সন্তান প্রসব করবে। ইসরায়েলের হামলার কারণে এই নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ স্বাস্থ্যকর্মী, হাসপাতাল এবং ক্লিনিক সব জায়গাতেই হামলা চালানো হয়েছে।

এদিকে ওসিএইচএ বলেছে, সংঘাতের কারণে সব মনোযোগ গাজায় কেন্দ্রীভূত হলেও পশ্চিম তীরের পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। গাজা যুদ্ধের প্রভাবে সেখানেও উত্তেজনা বিরাজ করছে। সেখানেও ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর মিলছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফিলিস্তিনের জন্য সাড়ে ২৯ কোটি ডলার চাইল জাতিসংঘ

প্রকাশের সময় : ০৬:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের জন্য ‘অতি জরুরি প্রয়োজন’ উল্লেখ করে ২৯ কোটি ৪০ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। এই তহবিল সংঘাতপূর্ণ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের ১২ লাখের বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বলেছে, ইসরায়েলি বাহিনী ও হামাসের চলমান সংঘাতে গত বৃহস্পতিবার এক দিনেই গাজায় ৮৪ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সংস্থাটি বলছে, এই সংখ্যা মিলিয়ে গাজায় বর্তমানে প্রায় চার লাখ ২৩ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। গাজা উপত্যকার বেশিরভাগ বাসিন্দার এখন খাবার পানি বা গৃহকাজে ব্যবহারের জন্য কোনো পানি সরবরাহ নেই। গাজায় কমপক্ষে ৫০ হাজার নারী গর্ভবতী। তাদের মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার নারী আগামী কয়েক মাসের মধ্যেই সন্তান প্রসব করবে। ইসরায়েলের হামলার কারণে এই নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ স্বাস্থ্যকর্মী, হাসপাতাল এবং ক্লিনিক সব জায়গাতেই হামলা চালানো হয়েছে।

এদিকে ওসিএইচএ বলেছে, সংঘাতের কারণে সব মনোযোগ গাজায় কেন্দ্রীভূত হলেও পশ্চিম তীরের পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। গাজা যুদ্ধের প্রভাবে সেখানেও উত্তেজনা বিরাজ করছে। সেখানেও ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর মিলছে।