‘ফিলিস্তিনের অধিকারের জন্য বাংলাদেশের লড়াই অব্যাহত থাকবে’
- প্রকাশের সময় : ০৬:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪৬ বার পঠিত
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ফিলিস্তিনের দুর্দশা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি কোলাজ: বাংলা ট্রিবিউন
আর্ন্তজাতিক ডেস্ক : ফিস্তিনিদের অধিকার আদায়ে লড়াইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেয়া বক্তব্যে এ অবস্থান ব্যক্ত করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এ বছর ফিলিস্তিনের ওপর বিপর্যয় নিয়ে আসা- ‘নাকবা’-এর ৭৫ বছর পূর্ণ হলো। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অর্জনের পথ এখনও আশার মুখ দেখাতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে থাকবে।’
ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘ইসরাইল ১৯৪৮ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে তার স্বাধীনতা ঘোষণা করেছিল। এই ঘোষণাটি ফিলিস্তিনিদের দেশান্তরিত হতে বা নির্বাসনে যেতে বাধ্য করেছিল।’
১৯৪৮ সালে প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ও এলাকা থেকে জোরপূর্বক বিতাড়িত করা শুরু হয়; যা আজও চলছে।
বর্তমানে অবরুদ্ধ গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর শরণার্থী শিবিরে বাস করছে লাখও ফিলিস্তিনি। সূত্র : বাংলা ট্রিবিউন