‘প্লেবয়’ এর মডেল মন্ত্রী, সমালোচনার ঝড়

- প্রকাশের সময় : ০১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ৮৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান লাইফস্টাইল এবং বিনোদন ম্যাগাজিন প্লেবয়ের মডেল হয়েছেন ফরাসি মন্ত্রী মারলেন শিয়াপ্পা। তাকে বোল্ড ইমেজে দেখা গেছে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে। এরপরই নিজের দলের সদস্যদের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন তিনি। জানা গেছে, তিনি নারী ও সমকামীদের অধিকার এবং গর্ভপাত সংক্রান্ত ১২ পৃষ্ঠার সাক্ষাৎকারও দিয়েছেন এবং সঙ্গে প্লেবয়ের প্রচ্ছদের জন্য পোজ দিয়েছেন। খবর জি নিউজের
আরোও পড়ুন । মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড
মারলেন সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী। তাকে ম্যাগাজিনের ফরাসি সংস্করণে একটি সাদা পোশাক পরে বেশ খোলামেলা ভাবে দেখা যায়। ম্যাগাজিনের কভারে তার উপস্থিতি নিজের দলের সদস্যদের কাছে সমালোচনার উদ্রেক করেছে। গ্রিন পার্টির এমপি স্যান্ড্রিন রুসো একটি টিভি চ্যানেলে প্রশ্ন করেছেন, ‘ফরাসি জনগণের প্রতি সম্মান কোথায়?’
স্যান্ড্রিন রুস জানিয়েছেন, ‘যারা আরও দুই বছর কাজ করতে যাচ্ছেন, যারা বিক্ষোভ করছেন, যারা বেতন হারাচ্ছেন, যারা মুদ্রাস্ফীতির কারণে খাওয়ার ব্যবস্থা করছেন না। নারীদের দেহ যেকোনও জায়গায় উন্মুক্ত করা সম্ভব। আমি তাই মনে করি, কিন্তু এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে’। এদিকে ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। পেনশন নীতিমালা সংস্কার করছে ফ্রান্স সরকার। এর প্রতিবাদে দেশজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছেন বিক্ষোভকারীরা।
বেলী / হককথা