নিউইয়র্ক ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্লাস্টিক বর্জ্য থেকে নান্দনিক প্রতিকৃতি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫৪ বার পঠিত

বর্জ্যের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু তা যদি হয় যতটা না ব্যবসা তার চেয়ে বড় কোনো উদ্দেশ্যে, তখন তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সমাজে বড় ধরনের আলোড়ন তৈরি করে।

প্লাস্টিক বর্জ্য, বিশেষ করে প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে এমনই এক ভিন্নমাত্রার কাজ করে বিখ্যাত হয়েছেন নাইজেরিয়ার ৩০ বছর বয়সি শিল্পী ইউজিন কনবোয়ে। প্লাস্টিকের স্যান্ডেল দিয়ে তৈরি করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিখ্যাত মানুষের প্রতিকৃতি। তা ছাড়া অর্থের বিনিময়ে ফরমায়েশি কাজও করেন তিনি।

রয়টার্সকে কনবোয়ে বলেন, ‘আমাদের দেশ গরিব। তাই মানুষ সস্তা দামের প্লাস্টিকের তৈরি স্যান্ডেল ব্যবহার করে। কিছু দিন পরই এ স্যান্ডেল ছিঁড়ে যায়। বর্জ্য হয়ে যত্রতত্র পড়ে থাকে। পরিবেশের ক্ষতি করে।

এ অবস্থায় এসব প্লাস্টিক বর্জ্যকে এভাবে কাজে লাগানোর কথা আমার মাথায় এলো। এতে একসঙ্গে দুটি কাজ হবে। প্রথমত বর্জ্য-প্লাস্টিকের সঠিক ব্যবহার হবে। দ্বিতীয়ত পরিবেশ সুস্থ থাকবে।’

২০১৭ সালে কলেজে থাকাকালে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার নিয়ে একটি অ্যাসাইনমেন্ট করেন কনবোয়ে। মূলত সেখান থেকে প্লাস্টিকের ভিন্নধর্মী ব্যবহারের ধারণা মাথায় আসে বলে জানান তিনি।

বর্তমানে কনবোয়ের অনেক তরুণ শিক্ষানবিশ রয়েছেন। তারাও কনবোয়ের মতো হতে চান। দেশ ও দশের কাজে লাগাতে চান নিজেদের মেধা ও মনন।

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ওগুনের আবেওকুতা শহরে রয়েছে কনবোয়ের স্টুডিও। পরিবেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করেই কাজ করেন তিনি। বর্জ্যগুলো সংগ্রগের পর স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করা হয়। এরপর কেটে টুকরো টুকরো করে আঠা দিয়ে নকশামতো লাগিয়ে লাগিয়ে তৈরি করা হয় চমৎকার সব প্রতিকৃতি।

সরকারি তথ্যমতে, বছরে অন্তত ২৫ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে নাইজেরিয়া। এর একটা বড় অংশ যায় সাগর ও নদীতে। এতে প্রকৃতির এসব অভয়ারণ্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে। সূত্র : রয়টার্

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্লাস্টিক বর্জ্য থেকে নান্দনিক প্রতিকৃতি

প্রকাশের সময় : ১২:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

বর্জ্যের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু তা যদি হয় যতটা না ব্যবসা তার চেয়ে বড় কোনো উদ্দেশ্যে, তখন তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সমাজে বড় ধরনের আলোড়ন তৈরি করে।

প্লাস্টিক বর্জ্য, বিশেষ করে প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে এমনই এক ভিন্নমাত্রার কাজ করে বিখ্যাত হয়েছেন নাইজেরিয়ার ৩০ বছর বয়সি শিল্পী ইউজিন কনবোয়ে। প্লাস্টিকের স্যান্ডেল দিয়ে তৈরি করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিখ্যাত মানুষের প্রতিকৃতি। তা ছাড়া অর্থের বিনিময়ে ফরমায়েশি কাজও করেন তিনি।

রয়টার্সকে কনবোয়ে বলেন, ‘আমাদের দেশ গরিব। তাই মানুষ সস্তা দামের প্লাস্টিকের তৈরি স্যান্ডেল ব্যবহার করে। কিছু দিন পরই এ স্যান্ডেল ছিঁড়ে যায়। বর্জ্য হয়ে যত্রতত্র পড়ে থাকে। পরিবেশের ক্ষতি করে।

এ অবস্থায় এসব প্লাস্টিক বর্জ্যকে এভাবে কাজে লাগানোর কথা আমার মাথায় এলো। এতে একসঙ্গে দুটি কাজ হবে। প্রথমত বর্জ্য-প্লাস্টিকের সঠিক ব্যবহার হবে। দ্বিতীয়ত পরিবেশ সুস্থ থাকবে।’

২০১৭ সালে কলেজে থাকাকালে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার নিয়ে একটি অ্যাসাইনমেন্ট করেন কনবোয়ে। মূলত সেখান থেকে প্লাস্টিকের ভিন্নধর্মী ব্যবহারের ধারণা মাথায় আসে বলে জানান তিনি।

বর্তমানে কনবোয়ের অনেক তরুণ শিক্ষানবিশ রয়েছেন। তারাও কনবোয়ের মতো হতে চান। দেশ ও দশের কাজে লাগাতে চান নিজেদের মেধা ও মনন।

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ওগুনের আবেওকুতা শহরে রয়েছে কনবোয়ের স্টুডিও। পরিবেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করেই কাজ করেন তিনি। বর্জ্যগুলো সংগ্রগের পর স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করা হয়। এরপর কেটে টুকরো টুকরো করে আঠা দিয়ে নকশামতো লাগিয়ে লাগিয়ে তৈরি করা হয় চমৎকার সব প্রতিকৃতি।

সরকারি তথ্যমতে, বছরে অন্তত ২৫ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে নাইজেরিয়া। এর একটা বড় অংশ যায় সাগর ও নদীতে। এতে প্রকৃতির এসব অভয়ারণ্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে। সূত্র : রয়টার্