‘প্রেমে পড়তে’ কলেজ শিক্ষার্থীরা পেলেন ছুটি
- প্রকাশের সময় : ০২:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ৪০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চীনে কমছে জন্মহার। এতে বাড়ছে উদ্বেগ। জন্মহার বাড়াতে রাজনৈতিক উপদেষ্টারা নানা পরামর্শ দিচ্ছেন সরকারকে। এমন পরিস্থিতিতে জাতির উদ্বেগ দূর করতে অবাক করা এক পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে বেশ কিছু কলেজ। তারা চায়, এপ্রিলে শিক্ষার্থীরা ‘প্রেমে পড়া’ শিখুক। এজন্য এক সপ্তাহ ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো।
বসন্তের এ ছুটি ঘোষণা করা হয়েছে চীনের ৯টি কলেজে। প্রথম ২১ মার্চ এ ছুটি ঘোষণা করে মিয়ানইয়াং ফ্লায়িং ভোকেশনাল কলেজ। ঘোষণা অনুযায়ী, কলেজ ছুটি থাকবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীরা যেন ‘প্রকৃতি ও জীবনকে ভালোবাসতে শেখে এবং বসন্তের ছুটি উপভোগের মাধ্যমে ভালোবাসাকে উপভোগ করে।’
আরোও পড়ুন । জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রাশিয়া
লিয়াং গুয়োহুই মিয়ানইয়াং ফ্লায়িং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি আশা করি, এর মাধ্যমে শিক্ষার্থীরা সবুজ পানি, সবুজ পাহাড় দেখার সুযোগ পাবে এবং অনুভব করবে বসন্তকে। ছুটির সময় শিক্ষার্থীদের ডায়েরি লেখা, ব্যক্তিগত উন্নয়নের বিষয় সংরক্ষণ এবং ভ্রমণবিষয়ক ভিডিও বানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে জন্মহার বাড়ানোর পন্থা খুঁজে বের করার উদ্যোগের সমর্থনে। সূত্র : এনডিটিভি।
বেলী / হককথা