নিউইয়র্ক ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রধানমন্ত্রী হয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা শাহবাজের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / ৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সোমবার (১১ এপ্রিল) ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। চলতি ১ এপ্রিল থেকেই এ ন্যূনতম বেতন কার্যকর হবে।
নতুন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানো হবে।
তিনি জানান, ত্রাণ কর্মসূচির আওতায় সরকারি ইউটিলিটি স্টোরগুলোতে সস্তায় গম দেওয়া হবে। এছাড়া যুবকদের ল্যাপটপ সরবরাহ করা হবে এবং বেনজির কার্ড চালু করা হবে।
পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পরে সোমবার পার্লামেন্টের বিরোধী দলের যৌথ প্রার্থী শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
প্রথম বক্তৃতায় শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে শাহবাজ বলেন, পাকিস্তানকে যদি উন্নতি করতে হয়, তাহলে আর্থিক খাতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের জাতিকে রক্ষা করতে হবে এবং সম্মান করতে হবে। কেউ বিশ্বাসঘাতক ছিলেন না এবং এখনো কেউ বিশ্বাসঘাতক নেই। আর পাকিস্তানের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সরকারকে সংলাপ চালিয়ে যেতে হবে। অচলাবস্থার দিকে যাওয়া যাবে না।
তিনি আরো বলেন, পাকিস্তানের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন ছিল। শুধু বিবৃতি দিয়েই যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতো, তাহলে পিটিআইয়ের আমলে আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে থাকতাম। আমাদের একসাথে কাজ করার মাধ্যমে আগের সরকারের সব প্রভাব মুছে ফেলতে হবে। না হলে আমরা ব্যর্থ হব। আমাদের অর্থনীতি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আছে।
শাহবাজ শরিফ বলেন, নতুন সরকার পাকিস্তানকে বিনিয়োগকারীদের জন্য স্বর্গ হিসেবে তৈরি করার জন্য কাজ করবে। পাঞ্জাব ‘বড় ভাই’ হতে পারে। তবে যদি অন্য প্রদেশগুলোতে উন্নয়ন কম হয়, তবে তা পাকিস্তানের উন্নয়ন নয়। এটি কেবল এক প্রদেশের উন্নয়ন। পাকিস্তানের সেবকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাকিস্তানের উন্নয়ন হবে, শুধু পাঞ্জাবের নয়। -জিও নিউজ, ডেইলি স্টার
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী হয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা শাহবাজের

প্রকাশের সময় : ১২:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সোমবার (১১ এপ্রিল) ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। চলতি ১ এপ্রিল থেকেই এ ন্যূনতম বেতন কার্যকর হবে।
নতুন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানো হবে।
তিনি জানান, ত্রাণ কর্মসূচির আওতায় সরকারি ইউটিলিটি স্টোরগুলোতে সস্তায় গম দেওয়া হবে। এছাড়া যুবকদের ল্যাপটপ সরবরাহ করা হবে এবং বেনজির কার্ড চালু করা হবে।
পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পরে সোমবার পার্লামেন্টের বিরোধী দলের যৌথ প্রার্থী শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
প্রথম বক্তৃতায় শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে শাহবাজ বলেন, পাকিস্তানকে যদি উন্নতি করতে হয়, তাহলে আর্থিক খাতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের জাতিকে রক্ষা করতে হবে এবং সম্মান করতে হবে। কেউ বিশ্বাসঘাতক ছিলেন না এবং এখনো কেউ বিশ্বাসঘাতক নেই। আর পাকিস্তানের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সরকারকে সংলাপ চালিয়ে যেতে হবে। অচলাবস্থার দিকে যাওয়া যাবে না।
তিনি আরো বলেন, পাকিস্তানের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন ছিল। শুধু বিবৃতি দিয়েই যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতো, তাহলে পিটিআইয়ের আমলে আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে থাকতাম। আমাদের একসাথে কাজ করার মাধ্যমে আগের সরকারের সব প্রভাব মুছে ফেলতে হবে। না হলে আমরা ব্যর্থ হব। আমাদের অর্থনীতি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আছে।
শাহবাজ শরিফ বলেন, নতুন সরকার পাকিস্তানকে বিনিয়োগকারীদের জন্য স্বর্গ হিসেবে তৈরি করার জন্য কাজ করবে। পাঞ্জাব ‘বড় ভাই’ হতে পারে। তবে যদি অন্য প্রদেশগুলোতে উন্নয়ন কম হয়, তবে তা পাকিস্তানের উন্নয়ন নয়। এটি কেবল এক প্রদেশের উন্নয়ন। পাকিস্তানের সেবকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাকিস্তানের উন্নয়ন হবে, শুধু পাঞ্জাবের নয়। -জিও নিউজ, ডেইলি স্টার
হককথা/এমউএ