নিউইয়র্ক ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পূর্ব লন্ডনে পুলিশ স্টেশনে আগুন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৯৯ বার পঠিত

পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণাত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার বিকেলে আগুনের সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন ১৭৫ জন ফায়ারসার্ভিসকর্মী। তারা ভবনের ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩০টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন পাশের ভবনে ছড়ানো আগেই নিয়ন্ত্রণে আনা হয়।

স্কাই নিউজের খবরে বলা হচ্ছে, ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে। আগুনের সংবাদ পাওয়ার পর লন্ডনের মেয়র সাদিক খান এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন, স্থানীয়দের ওই এলাকাটি আপাতত এড়িয়ে চলা উচিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রমফোর্ড রোডের ফরেস্ট গেটে পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারাই তখন দ্রুত জরুরি সেবা নম্বরে কল করেন।
নিউহ্যাম পুলিশের কমান্ডার কাইল গর্ডন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পূর্ব লন্ডনে পুলিশ স্টেশনে আগুন

প্রকাশের সময় : ০১:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণাত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার বিকেলে আগুনের সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন ১৭৫ জন ফায়ারসার্ভিসকর্মী। তারা ভবনের ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩০টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন পাশের ভবনে ছড়ানো আগেই নিয়ন্ত্রণে আনা হয়।

স্কাই নিউজের খবরে বলা হচ্ছে, ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে। আগুনের সংবাদ পাওয়ার পর লন্ডনের মেয়র সাদিক খান এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন, স্থানীয়দের ওই এলাকাটি আপাতত এড়িয়ে চলা উচিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রমফোর্ড রোডের ফরেস্ট গেটে পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারাই তখন দ্রুত জরুরি সেবা নম্বরে কল করেন।
নিউহ্যাম পুলিশের কমান্ডার কাইল গর্ডন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সূত্র : একাত্তর টিভি।