পুতিন একজন সন্ত্রাসী: ইউক্রেন

- প্রকাশের সময় : ০৭:৩৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ২৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক ; রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কুলেবা। তিনি বলেছেন, পুতিন কথা বলেন ক্ষেপণাস্ত্রের ভাষায়। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর টুইটারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনকে ভেঙে ফেলতে পারবেন না প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলোতে পুতিনের একমাত্র কৌশল হলো সন্ত্রাস।
কিন্তু তিনি ইউক্রেনকে ভাঙতে পারবেন না। তার সঙ্গে যারা শান্তি স্থাপনের জন্য কথা বলতে চায়, তাদের প্রতি এটা তার জবাব। পুতিন একজন সন্ত্রাসী। ওদিকে সোমবারের হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে রাশিয়া। তিনি বলেছেন, আমরা সন্ত্রাসীদের মোকাবিলা করছি।
হাজারো ক্ষেপণাস্ত্র এবং ইরানিয়ান ড্রোন ছোড়া হচ্ছে। তাদের টার্গেট দুটি। একটি হলো দেশের সব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। এর মধ্যে আছে কিয়েভ এবং এর বাইরের অংশ। এসব অঞ্চলের মধ্যে আছে কিয়েভ, খমেলনিৎস্ক অঞ্চল, লাভিভ এবং ডনিপ্রো, লাভিভ এবং ফ্রাঙ্কিভস্ক অঞ্চল, জাপোরিঝিয়া এবং সুমি অঞ্চল, ঝিটোমি এবং কিরোভোগ্রাদ অঞ্চল।
হককথা/এমউএ