নিউইয়র্ক ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ২৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গ্রেফতারের সময় তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির জিও নিউজকে বলেন, সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি। একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়। তিনি আরো বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। তখন এলাহী গাড়ি থেকে বের হয়ে আসেন। এলাহীর মুখপাত্র ইকবাল চৌধুরী অভিযোগ করেন, এলাহীকে গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ।

আরোও পড়ুন । রাশিয়ার বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

তথ্যমন্ত্রীর ভাষ্যমতে, এলাহীকে এখন আদালতে উপস্থাপন করা হবে। এরপর তার আইনজীবী তার সঙ্গে দেখা করতে পারবেন। এদিকে, এলাহী গ্রেফতার হওয়ার অল্প সময়ের মধ্যেই তার ছেলে মোনিস এলাহী জানিয়েছে, তার বাবা পিটিআইয়েই থাকবেন। তিনি টুইট করে বলেন, তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপর তারা পিটিআইয়েই আছেন এবং থাকবেন। পিটিআই নেতা ফারুখ হাবিব এলাহীর গ্রেফতারকে ‘প্রতিশোধের অংশ’ বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত ৯ মে দলের প্রধান ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে দলটিরে নেতাদের ধরপাকড় শুরু হয়। বর্তমানে দলটির শীর্ষ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে আছেন।

সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

প্রকাশের সময় : ১১:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গ্রেফতারের সময় তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির জিও নিউজকে বলেন, সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি। একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়। তিনি আরো বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। তখন এলাহী গাড়ি থেকে বের হয়ে আসেন। এলাহীর মুখপাত্র ইকবাল চৌধুরী অভিযোগ করেন, এলাহীকে গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ।

আরোও পড়ুন । রাশিয়ার বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

তথ্যমন্ত্রীর ভাষ্যমতে, এলাহীকে এখন আদালতে উপস্থাপন করা হবে। এরপর তার আইনজীবী তার সঙ্গে দেখা করতে পারবেন। এদিকে, এলাহী গ্রেফতার হওয়ার অল্প সময়ের মধ্যেই তার ছেলে মোনিস এলাহী জানিয়েছে, তার বাবা পিটিআইয়েই থাকবেন। তিনি টুইট করে বলেন, তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপর তারা পিটিআইয়েই আছেন এবং থাকবেন। পিটিআই নেতা ফারুখ হাবিব এলাহীর গ্রেফতারকে ‘প্রতিশোধের অংশ’ বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত ৯ মে দলের প্রধান ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে দলটিরে নেতাদের ধরপাকড় শুরু হয়। বর্তমানে দলটির শীর্ষ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে আছেন।

সূত্র : ঢাকা মেইল

বেলী/হককথা