নিউইয়র্ক ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তান সুপ্রিম কোর্টের বাইরে ক্ষমতাসীন জোটের অবস্থান কর্মসূচি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট। রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এই অবস্থান চলাকালে অনেক মানুষ রেড জোনে ঢুকে পড়েন। কর্মসূচিতে যোগ দেন পিডিএম চেয়ারম্যান এবং জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলুর (জেইউআইএফ) সভাপতি মাওলানা ফজলুর রেহমান, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নিসার খোরো প্রমুখ।

পিডিএম হলো ক্ষমতাসীন ১৩টি রাজনৈতিক দলের একটি জোট। এর নেতৃত্বে আছেন মাওলানা ফজলু। ইমরান খানকে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল মুক্তির নির্দেশ দেয়ার পর তিনি ফিরে গেছেন জামান পার্কে নিজের বাড়িতে। প্রধান বিচারপতির এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান কর্মসূচি শুক্রবারই ঘোষণা করেন মাওলানা ফজলু। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। এতে বলা হয়, এই কর্মসূচিতে অংশ নেয়া লোকজন রেড জোনে প্রবেশ করার কারণে, জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ পুলিশ। তারা নিশ্চিত করেছে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। আশপাশের পরিস্থিতির দিকে তাদেরকে নজর রাখতে বলা হয়েছে। যদি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড করতে দেখা যায় কাউকে, তাহলে অবিলম্বে ১৫ নম্বরে জানাতে বলা হয়েছে।

আরোও পড়ুন। এবার জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

ডিস্ট্রিক্ট প্রশাসনের মতে, সেরেনা মোড় দিয়ে রেড জোনে প্রবেশ করেছেন এসব লোকজন। তারা পুলিশ এবং প্রশাসনের লোকজনকে উপেক্ষা করেছেন। প্রশাসন থেকে সরকারের নির্দেশ সম্পর্কে এসব লোকজনকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। পিডিএম’কে এই প্রতিবাদ করার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ছিল।

অন্যদিকে পুলিশ বলেছে, রেড জোনে প্রবেশ বা বের হওয়ার জন্য শুধু মারগালা রোড ব্যবহার করা যাবে। ওদিকে শাহরাহ-ই দাস্তুর মহাসড়কে আরও একটি কন্টেইনার এবং সাউন্ডসিস্টেম বসানো হয়েছে। অবস্থান ধর্মঘটের ভেনু থেকে মোবাইল ফোন চুরির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি এসব প্রতিবাদকারীদের গুণ্ডা বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, তাদেরকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবস্থান নিতে এবং সংবিধানকে লংঘন করার সুযোগ করে দিয়েছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো। এ জন্য তিনি পাকিস্তানের সব নাগরিককে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সুত্র : ঢাকা মেইল
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তান সুপ্রিম কোর্টের বাইরে ক্ষমতাসীন জোটের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট। রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এই অবস্থান চলাকালে অনেক মানুষ রেড জোনে ঢুকে পড়েন। কর্মসূচিতে যোগ দেন পিডিএম চেয়ারম্যান এবং জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলুর (জেইউআইএফ) সভাপতি মাওলানা ফজলুর রেহমান, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নিসার খোরো প্রমুখ।

পিডিএম হলো ক্ষমতাসীন ১৩টি রাজনৈতিক দলের একটি জোট। এর নেতৃত্বে আছেন মাওলানা ফজলু। ইমরান খানকে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল মুক্তির নির্দেশ দেয়ার পর তিনি ফিরে গেছেন জামান পার্কে নিজের বাড়িতে। প্রধান বিচারপতির এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান কর্মসূচি শুক্রবারই ঘোষণা করেন মাওলানা ফজলু। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। এতে বলা হয়, এই কর্মসূচিতে অংশ নেয়া লোকজন রেড জোনে প্রবেশ করার কারণে, জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ পুলিশ। তারা নিশ্চিত করেছে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। আশপাশের পরিস্থিতির দিকে তাদেরকে নজর রাখতে বলা হয়েছে। যদি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড করতে দেখা যায় কাউকে, তাহলে অবিলম্বে ১৫ নম্বরে জানাতে বলা হয়েছে।

আরোও পড়ুন। এবার জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

ডিস্ট্রিক্ট প্রশাসনের মতে, সেরেনা মোড় দিয়ে রেড জোনে প্রবেশ করেছেন এসব লোকজন। তারা পুলিশ এবং প্রশাসনের লোকজনকে উপেক্ষা করেছেন। প্রশাসন থেকে সরকারের নির্দেশ সম্পর্কে এসব লোকজনকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। পিডিএম’কে এই প্রতিবাদ করার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ছিল।

অন্যদিকে পুলিশ বলেছে, রেড জোনে প্রবেশ বা বের হওয়ার জন্য শুধু মারগালা রোড ব্যবহার করা যাবে। ওদিকে শাহরাহ-ই দাস্তুর মহাসড়কে আরও একটি কন্টেইনার এবং সাউন্ডসিস্টেম বসানো হয়েছে। অবস্থান ধর্মঘটের ভেনু থেকে মোবাইল ফোন চুরির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি এসব প্রতিবাদকারীদের গুণ্ডা বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, তাদেরকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবস্থান নিতে এবং সংবিধানকে লংঘন করার সুযোগ করে দিয়েছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো। এ জন্য তিনি পাকিস্তানের সব নাগরিককে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সুত্র : ঢাকা মেইল
সুমি/হককথা