পাকিস্তান জুড়ে রাতভর বিক্ষোভ

- প্রকাশের সময় : ০১:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৩৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। তার ক্ষমতাচ্যুতির পর গতকাল রবিবার (১০ এপ্রিল) দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা।
করাচি, পেশোয়ার, ইসলামাবাদ, লাহোর, অ্যাবোটাবাদ, মুলতান, খাইবার পাখতুন খোয়া, কোয়েটা, মালাকান্দ, খানেওয়াল, ঝাং, ওকারা শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
এর আগে ইমরান এক টুইট বার্তায় বলেছিলেন, তিনি দেশের ‘ক্ষমতা পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আবার ‘স্বাধীনতা সংগ্রাম’ শুরু করেছেন। এতে দেশবাসীর সমর্থন চেয়ে তিনি বলেন, সবসময় জনগণই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।
পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে জনগণের প্রতি বিক্ষোভের আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খান একটি আন্দোলনের নেতৃত্ব না দিলে দেশের রাজনীতি ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু হবে।
দলটি পরে দেশের বিভিন্ন শহরে রাত সাড়ে ৯টায় বিক্ষোভের আহ্বান জানায়। রাজধানী ইসলামাবাদের জিরো পয়েন্টে পিটিআই সমর্থকরা জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
পেশোয়ারে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বিক্ষোভকারী প্রেসক্লাবে উপস্থিত হন এবং ইমরানের সমর্থনে শ্লোগান দেন। তারা পাকিস্তানের ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির প্রধান মাওলানা ফজলুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের বিরুদ্ধে শ্লোগান দেন।
লাহোরে পিটিআই নেতা হাম্মাদ আজহার তার নির্বাচনী এলাকা থেকে লিবার্টি চক পর্যন্ত একটি র্যালি করেছেন। পিটিআই সিনেটর এজাজ চৌধুরী লিবার্টি মার্কেট পর্যন্ত একটি সমাবেশের ভিডিও শেয়ার করেছেন। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিতে শ্লোগান শোনা গেছে।
করাচিতে রশিদ মিনহাজ রোডের বিক্ষোভে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক উপস্থিত ছিলেন। স্থানীয় পিটিআই নেতারাসহ সিন্ধু বিধানসভার বিরোধী দলের নেতা হালিম আদিল শেখও উপস্থিত ছিলেন বিক্ষোভে। বিক্ষোভকারীরা ‘আমদানি করা সরকারের’ পাশাপাশি পিপিপি চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে শ্লোগান দেন।
এদিকে আজ সোমবার (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে পাকিস্তানের পার্লামেন্ট।
প্রধানমন্ত্রী পদে ইমরান খানের পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গত শনিবার (৯ এপ্রিল) রাতে দেশটির ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে ১৭৪টি ভোট পড়ে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে প্রস্তাবটি পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হলো। -ডেইলি স্টার, ডন, আল জাজিরা
হককথা/এমউএ