পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ২ সেনা নিহত
- প্রকাশের সময় : ০৩:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৫৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় দুই সেনা নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এ হতাহতের ঘটনা সংঘটিত হয়। শনিবার দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগ এ তথ্য দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বান্নু জেলার জানীখেল এলাকায় গুলি বিনিময়ে দুই উগ্রবাদীও নিহত হয়েছে।
আরোও পড়ুন । ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ খুঁজে পেল মেক্সিকান পুলিশ
ওই বিবৃতিতে তারা আরও বলেছে, সেনাবাহিনী সঠিকভাবে উগ্রবাদীদের অবস্থান শনাক্ত করেছে। এছাড়া তারা দুই উগ্রবাদীকে হত্যা করেছে। তখন তীব্র গুলি বিনিময়ের সময় বাহাওয়ালপুর জেলার বাসিন্দা নায়েব সুবেদার গোলাম মুর্তজা (৪০) এবং শিয়ালকোট এলাকার হাবিলদার মুহম্মদ আনোয়ার (৪১) নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা বীরত্বের সঙ্গে লড়াই করে নিহত হন। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগ বলেছে, ‘অন্য উগ্রবাদীদের ধরার জন্য ওই এলাকায় চিরুনি অভিযান চলছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী উগ্রবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। ’সূত্র : ডন
বেলী/হককথা