নিউইয়র্ক ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তার ক্রমশ অবনতি হচ্ছে- বিলাওয়াল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ৮০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করছে দেশ। এমন এক পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাকিস্তান সংকটের এক ‘পারফেক্ট স্টর্ম’ বা যথার্থ ঝড়ের মুখোমুখি। বুধবার তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দ্য ডেইলি শো’তে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। বিলাওয়াল বলেন, আমরা শুধু রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি বা রাজনৈতিক মেরুকরণ করছি এমন নয়। একই সঙ্গে এমন এক পরিস্থিতি সৃষ্টি করছি যেখানে রাজনৈতিক দলগুলো এবং এর অংশীদাররা একসঙ্গে একই কক্ষে বসতে পারবেন না। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবেন না। যে অর্থনৈতিক সংকট মোকাবিলা করছি তা নিয়ে কথা বলতে পারবেন না। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ, বন্যা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার নাটক নিয়ে দেশটির পরিস্থিতি আসলেই নাজুক। অর্থনীতি একেবারে শ্রীলংকা পরিস্থিতির কাছাকাছি।

আরোও পড়ুন । ভেঙে দেওয়া হলো সিমটেক্সের পর্ষদ, আসছে নতুন নেতৃত্ব

আইএমএফ যাতে তাদেরকে ঋণ দেয় এজন্য যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েছে, যাতে তারা আইএমএফকে একটু বোঝায়। কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। আমরা বসবাস করছি একটি দেউলিয়া দেশে। এর পরপরই বিলাওয়াল বলেন, তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বর্তমান সরকার থেকে বের হয়ে যেতে পারে। সব মিলে পাকিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা তালগোল পাকানো।

আফগানিস্তানে বেসরকারি নির্বাচিত সরকারের পতনের পর থেকেই পাকিস্তান নিরাপত্তা হুমকিতে ভুগছে। নানা সংকটে আবর্তিত। এ নিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, দেশে একই সঙ্গে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সঙ্গে আছে ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু বিষয়ক বিপর্যয়। এ সময় তিনি পাকিস্তানের চলমান অস্থিরতা বিষয়ক প্রশ্নের জবাব দেন। বিশেষ করে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান ইস্যুতে। বিলাওয়াল বলেন, পুরো দেশ যখন বিশৃৃংখল, ধারাবাহিক সংকটের মধ্য দিয়ে চলছে, তখন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রধান মনে করেন তার ক্ষেত্রে দেশের কোনো আইনই প্রযোজ্য নয়। ইমরান খান ইস্যুতে তিনি বলেন, তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন এবং সিস্টেম থেকে পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষ করে ইমরান খানকে গ্রেপ্তার ইস্যুতে নয়, আমি চাই আমার দেশের বা অন্য কোনো দেশের রাজনীতিককে রাজনৈতিক কারণে কখনো জেলে জেতে না হোক। ইমরান খান গ্রেপ্তারের হুমকিতে আছেন। এর কারণ, তার অহমিকা। মনে করেন তিনি এত গুরুত্বপূর্ণ যে, তাকে আদালতে যেতে হবে না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাকিস্তানের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং সংবিধানের সঙ্গে পুরোপুরি উপহাস বলে মন্তব্য করেন বিলাওয়াল। সূত্র : মানবজমিন

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তার ক্রমশ অবনতি হচ্ছে- বিলাওয়াল

প্রকাশের সময় : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করছে দেশ। এমন এক পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাকিস্তান সংকটের এক ‘পারফেক্ট স্টর্ম’ বা যথার্থ ঝড়ের মুখোমুখি। বুধবার তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দ্য ডেইলি শো’তে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। বিলাওয়াল বলেন, আমরা শুধু রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি বা রাজনৈতিক মেরুকরণ করছি এমন নয়। একই সঙ্গে এমন এক পরিস্থিতি সৃষ্টি করছি যেখানে রাজনৈতিক দলগুলো এবং এর অংশীদাররা একসঙ্গে একই কক্ষে বসতে পারবেন না। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবেন না। যে অর্থনৈতিক সংকট মোকাবিলা করছি তা নিয়ে কথা বলতে পারবেন না। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ, বন্যা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার নাটক নিয়ে দেশটির পরিস্থিতি আসলেই নাজুক। অর্থনীতি একেবারে শ্রীলংকা পরিস্থিতির কাছাকাছি।

আরোও পড়ুন । ভেঙে দেওয়া হলো সিমটেক্সের পর্ষদ, আসছে নতুন নেতৃত্ব

আইএমএফ যাতে তাদেরকে ঋণ দেয় এজন্য যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েছে, যাতে তারা আইএমএফকে একটু বোঝায়। কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। আমরা বসবাস করছি একটি দেউলিয়া দেশে। এর পরপরই বিলাওয়াল বলেন, তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বর্তমান সরকার থেকে বের হয়ে যেতে পারে। সব মিলে পাকিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা তালগোল পাকানো।

আফগানিস্তানে বেসরকারি নির্বাচিত সরকারের পতনের পর থেকেই পাকিস্তান নিরাপত্তা হুমকিতে ভুগছে। নানা সংকটে আবর্তিত। এ নিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, দেশে একই সঙ্গে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সঙ্গে আছে ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু বিষয়ক বিপর্যয়। এ সময় তিনি পাকিস্তানের চলমান অস্থিরতা বিষয়ক প্রশ্নের জবাব দেন। বিশেষ করে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান ইস্যুতে। বিলাওয়াল বলেন, পুরো দেশ যখন বিশৃৃংখল, ধারাবাহিক সংকটের মধ্য দিয়ে চলছে, তখন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রধান মনে করেন তার ক্ষেত্রে দেশের কোনো আইনই প্রযোজ্য নয়। ইমরান খান ইস্যুতে তিনি বলেন, তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন এবং সিস্টেম থেকে পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষ করে ইমরান খানকে গ্রেপ্তার ইস্যুতে নয়, আমি চাই আমার দেশের বা অন্য কোনো দেশের রাজনীতিককে রাজনৈতিক কারণে কখনো জেলে জেতে না হোক। ইমরান খান গ্রেপ্তারের হুমকিতে আছেন। এর কারণ, তার অহমিকা। মনে করেন তিনি এত গুরুত্বপূর্ণ যে, তাকে আদালতে যেতে হবে না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাকিস্তানের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং সংবিধানের সঙ্গে পুরোপুরি উপহাস বলে মন্তব্য করেন বিলাওয়াল। সূত্র : মানবজমিন

সাথী / হককথা