পাকিস্তানের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর : রাজনৈতিক বিশ্লেষক

- প্রকাশের সময় : ১২:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৮২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জিশান সালাহউদ্দিন বলেছেন যে দেশটির পরিস্থিতি এখন খুবই ভয়ঙ্কর। তিনি বলেন, ‘আগামী ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এ দেশটি কোথায় যেতে পারে তার ভবিষ্যদ্বাণী করা কঠিন।’ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর এমন মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক এবং তাবদল্যাবের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ কেন্দ্রের পরিচালক সালাহউদ্দিনের মতে, ‘পাকিস্তানের পরিস্থিতি খুবই বিভ্রান্তিকর, অপ্রীতিকর এবং এই মুহূর্তে এটা খুবই অনিশ্চিত।’
তিনি বলেন, এই পুরো প্রক্রিয়াটি ১৩ মাস আগে শুরু হয়েছে। তারা ইমরানকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে এটা শুরু করেছিল। তখন থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে যে ক্ষমতাসীন রাজনৈতিক অভিজাতরা এবং সেই সঙ্গে দেশের প্রভাবশালী গোষ্ঠীগুলো চাচ্ছে না যে ইমরান আবার ক্ষমতায় আসুক। বিশেষ করে সে আবার পাকিস্তান শাসন করুক। সালাহউদ্দিন জানান, ইমরান খান যাতে আবার ক্ষমতায় না আসতে পারেন, তার জন্য সবকিছু করবেন ওই সমস্ত ব্যক্তিরা। এ বিষয়ে ইসলামাবাদ থেকে আল-জাজিরার রিপোর্টার কামাল হায়দার বলেন, ইমরানকে গ্রেফতারের ঘটনা (জনগণের জন্য) একটি প্রচণ্ড “আঘাতের মতো”।
আরোও পড়ুন। বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান সমর্থকদের তাণ্ডব
তিনি বলেন, “ইমরানকে গ্রেফতারের ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এটি আদালতের ওপরই আক্রমণ, কারণ পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী তখন আদালত প্রাঙ্গণেই ছিলেন।’এদিকে ইমরান খানের আইনজীবী বলেন, ‘ইমরানকে গ্রেফতারের সময় লাথি মারা হয়েছিল, তার মাথায় আঘাত করা হয়েছিল এবং পিপার স্প্রে ব্যবহার করা হয়েছিল।’ এমন ঘটনার পর পাকিস্তানের সব বড় শহরে বিক্ষোভ হয়েছে। অনেক বিক্ষোভকারী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দেশটির সর্বত্র সংঘাত চলছে। সূত্র : আল-জাজিরা
সুমি/হককথা