পাকিস্তানকে সুখবর দিলো ইইউ
- প্রকাশের সময় : ০১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১১৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২৯ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন জঙ্গিসংগঠনের তৎপরতার কারণে ২০১৮ সালে পাকিস্তানকে উচ্চ ঝুঁকির দেশের তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জেরে গত পাঁচ বছর এই জোটের সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে পাকিস্তানকে।
আরোও পড়ুন । কবে তুরস্কে যেতে পারেন পুতিন, জানালেন এরদোগান
বিবৃতিতে বলা হয়েছে, নতুন উন্নয়ন ইউরোপীয় অর্থনৈতিক অপারেটরদের স্বাচ্ছন্দ্যের স্তরে যোগ করবে। সম্ভবত ইইউতে পাকিস্তানি সত্তা ও ব্যক্তিদের আইনি ও আর্থিক লেনদেনের খরচ ও সময় কমিয়ে দেবে। বিষয়টিকে ইঙ্গিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, (ইউরোপীয় ইউনিয়নের) নতুন এই সিদ্ধান্তের ফলে ইউরোপের অর্থনীতির সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের বৈধ ও অর্থনৈতিক লেনদেনের খরচ ও সময় উভয়ই হ্রাস পাবে।
সূত্র : ভোরের কাগজ
সাথী / হককথা