নিউইয়র্ক ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৬০ বার পঠিত

অভিযানে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেয়। ছবি : এপি

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বালাতা শরণার্থী শিবিরে সোমবার ভোর ৪টার দিকে অভিযান শুরু হয়।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, একজনের নাম মোহাম্মদ আবু জায়তুন ফাথি। তার বয়স ৩২। বাকি দুই জন হলেন, ৩০ বছরের আবু রিজক এবং ২৪ বছরের আবদুল্লাহ আবু হামদান। মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় আরও অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের গুলি লেগেছে। বাকিরা টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছিলেন।

আরোও পড়ুন । ২০ লাখ মৃত্যুর কারণ জলবায়ু পরিবর্তন : জাতিসংঘ

আল জাজিরার খবরে বলা হয়, অভিযানে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেন। চার ঘণ্টার অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে। ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩০ শিশুসহ ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছরের এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২৬ শিশুসহ কমপক্ষে ১৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৯ থেকে ১৩ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দিনব্যাপী হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয় ৩৬ ফিলিস্তিনি। সূত্র : আল জাজিরা

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশের সময় : ০২:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বালাতা শরণার্থী শিবিরে সোমবার ভোর ৪টার দিকে অভিযান শুরু হয়।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, একজনের নাম মোহাম্মদ আবু জায়তুন ফাথি। তার বয়স ৩২। বাকি দুই জন হলেন, ৩০ বছরের আবু রিজক এবং ২৪ বছরের আবদুল্লাহ আবু হামদান। মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় আরও অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের গুলি লেগেছে। বাকিরা টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছিলেন।

আরোও পড়ুন । ২০ লাখ মৃত্যুর কারণ জলবায়ু পরিবর্তন : জাতিসংঘ

আল জাজিরার খবরে বলা হয়, অভিযানে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেন। চার ঘণ্টার অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে। ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩০ শিশুসহ ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছরের এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২৬ শিশুসহ কমপক্ষে ১৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৯ থেকে ১৩ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দিনব্যাপী হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয় ৩৬ ফিলিস্তিনি। সূত্র : আল জাজিরা

বেলী/হককথা