পরিকল্পনা অনুযায়ী পদ ছাড়তে প্রস্তুত ন্যাটো প্রধান
- প্রকাশের সময় : ১২:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪ বার পঠিত
ন্যাটো জোটের শীর্ষ বেসামরিক কর্মকর্তা জেনস স্টলটেনবার্গ এই বছরের শেষের দিকে পরিকল্পনা অনুযায়ী তার পদ ছেড়ে দিতে প্রস্তুত। চতুর্থবারের মতো ন্যাটো প্রধানের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সামরিক জোট রবিবার এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র ওনা লুঙ্গেসকু বলেছেন, ‘মহাসচিব জেনস স্টলটেনবার্গের ম্যান্ডেট তিনবার বাড়ানো হয়েছে এবং তিনি প্রায় ৯ বছর ধরে কাজ করেছেন। তার মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হবে। ম্যান্ডেটের আর একটি বৃদ্ধি চাওয়ার তার কোনো ইচ্ছা নেই।’তবে বেশ কয়েকটি ন্যাটো মিত্রর কূটনীতিকরা অনুমান করেছিলেন, জোটের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্টলটেনবার্গের মেয়াদ পরের বছরের শীর্ষ সম্মেলন পর্যন্ত বাড়ানো হতে পারে।
স্টলটেনবার্গের রেকর্ড
নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী ২০১৪ সালের অক্টোবরে ন্যাটোর ব্রাসেলস সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে ন্যাটোর দ্বিতীয় দীর্ঘতম মহাসচিব। এর আগে শুধু নেদারল্যান্ডের জোসেফ লুন্স ১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই পদে ছিলেন।
প্রতিরক্ষা ব্যয় নিয়ে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে বিরোধে মধ্যপন্থী হওয়ার জন্য স্টলটেনবার্গকে বিশেষভাবে কৃতিত্ব দেওয়া হয়। ২০২১ সালের আগস্টে শেষ ন্যাটো কর্মী ও মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও চলমান যুদ্ধের প্রতি ন্যাটোর প্রতিক্রিয়া স্টলটেনবার্গ তদারক করেছেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জুলাইতে একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা জড়ো হলে তারা নতুন মহাসচিবের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : ডয়চে ভেলে