ন্যাটো শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এরদোয়ান ও বাইডেন
- প্রকাশের সময় : ০৫:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ৫৮ বার পঠিত
তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের ফোন কলে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ছবি: এএ আর্কাইভ
আন্তর্জাতিক ডেস্ক : লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক ফোনালাপের পর বৈঠকে সম্মত হন দুই নেতা।
তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। আলাপে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিরাপত্তা- এবং সন্ত্রাস-সম্পর্কিত উদ্বেগের কারণে সুইডেনের ন্যাটোতে যোগদানে বাধা দিচ্ছে আঙ্কারা। ফোনালাপে এরদোগান বাইডেনকে বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী সংশোধনী পাস করে ‘সঠিক পদক্ষেপ’ নিয়েছে স্টকহোম।
তুরস্কের সম্ভাব্য ইইউ সদস্যপদ
ফোনালাপ চলাকালে দুই নেতা তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদান প্রক্রিয়া এবং ন্যাটোর সঙ্গে ইউক্রেনের অবস্থান নিয়েও আলোচনা করেছেন।
ইইউতে যোগদানের ক্ষেত্রে তুরস্কের নীতি সঠিক ছিল উল্লেখ করে এরদোগান বলেন, ‘আঙ্কারা ব্লকে পূর্ণ সদস্যতার জন্য তার যোগদান প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে চায়।’- সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
নাসরিন /হককথা