ন্যাটোর সাইবার প্রতিরক্ষা কেন্দ্রে যোগ দিল ইউক্রেনসহ ৪ দেশ
- প্রকাশের সময় : ০৩:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৮৭ বার পঠিত
এস্তোনিয়ান প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর সিসিডিসিওই পতাকা উত্তোলন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি : ন্যাটো সিসিডিসিওই
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং জাপান ন্যাটোর সাইবার প্রতিরক্ষা কেন্দ্রে যোগদান করেছে। পশ্চিমা প্রতিরক্ষা জোটের তালিনভিত্তিক কো-অপারেটিভ সাইবার ডিফেন্স সেন্টার অব এক্সিলেন্স (সিসিডিসিওই) বুধবার এ তথ্য জানিয়েছে। কিয়েভ এ ঘটনাকে ন্যাটো সদস্য পদের ‘পথে একটি পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। এস্তোনিয়ান প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর জোটের একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখানে ইউক্রেনকে আমাদের সঙ্গে দেখে বিশেষভাবে আনন্দিত। এর মাধ্যমে একই সঙ্গে রাশিয়ার নৃশংস যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় অবদান রাখার এবং সব সদস্যর সাইবার নিরাপত্তা উন্নত করতে সাইবার যুদ্ধক্ষেত্র থেকে শেখার একটি অনন্য সুযোগ পাওয়া যাবে।’
আরোও পড়ুন । মিয়ানমার জান্তা ১০০ কোটির অস্ত্র আমদানি করেছে : জাতিসংঘ বিশেষজ্ঞ
এস্তোনিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত মারিয়ানা বেতসা এই ‘ল্যান্ডমার্ক ঘটনাকে’ ‘ন্যাটোতে ইউক্রেনের যোগদানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। সিসিডিসিওই এখন ন্যাটোর সদস্যরাষ্ট্র ছাড়াও অতিরিক্ত আটটি দেশে বিস্তৃত, যা ২০০৮ সালে এস্তোনিয়ান রাজধানীতে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটিতে সমগ্র ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ডেটা বিশেষজ্ঞরা পশ্চিমা প্রতিরক্ষা জোটের তথ্য নেটওয়ার্কগুলোটে রক্ষা করার জন্য কাজ করে।
বেলী/হককথা