বিজ্ঞাপন :
নিউজিল্যান্ডের হোস্টেলে আগুন, অঙ্গার ছয়জন

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৫৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৪২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ আগুনে ছয়জনের মৃত্যু খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। এছাড়া খোঁজ মিলছেন অনেকের। খবর বিবিসির। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওয়েলিংটনের চার তলা লোফার্স লজ হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরোও পড়ুন। মেক্সিকোতে মহাসড়কে দুর্ঘটনায় ১৩ জন নিহত
আগুন লাগার পরই কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। তবে এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘটনাস্থলে পৌঁছার পর তারা ভবনের ওপরের তলায় আগুন জ্বলতে দেখেন। ভোর ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সুমি/হককথা