নিউইয়র্কে গোপন ‘চীনা থানা’, গ্রেপ্তার ২

- প্রকাশের সময় : ১১:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৮৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে গোপন চীনা থানার সন্ধান পাওয়া গেছে। এই থানাটি ছিল ম্যানহাটানে, চীনা অধ্যুষিত এলাকায়। সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা চীনের সরকারের সঙ্গে যোগসাজশ করে চক্রান্ত করেছে এবং চীনের এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এই অভিযোগে এর সঙ্গে জড়িতদের এবার আদালতে দাঁড়াতে হবে।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের প্রসিকিউটর জানিয়েছেন, ‘নিউইয়র্ক শহরে বসে চীন সরকার গোপনে পুলিশ থানা চালাচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। আমাদের এই শহরে কোনো গোপন থানা চাই না।’ ওই প্রসিকিউটর আরো বলেছেন, ‘গ্রেপ্তার হওয়া একজন চীনার বিরুদ্ধে অভিযোগ, চীন থেকে পলাতক একজনকে ভয় দেখিয়ে, অত্যাচার করে আবার সেখানে পাঠানোর চেষ্টা করছিল। চীন সরকার ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় একজনকে চিহ্নিত করার নির্দেশও তাদের দেয়। ওই ব্যক্তি গণতন্ত্রপন্থী বলে মনে করে চীন।’
আরোও পড়ুন । নিউইয়র্কে এসএসসি ৯৫ ইউএসএ বন্ধু গ্রুপের সেহরী পার্টি অনুষ্ঠিত
জেরার মুখে দুজনই স্বীকার করেছে যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জানতে পেরে তারা চীন সরকারের ওই বার্তা মুছে দেয়। এ ছাড়া ৩৪ জন চীনা নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রে থাকা চীনের সরকারবিরোধীদের খুঁজে বের করে তাদের নানাভাবে চাপ দিত। এদিকে এফবিআই প্রধান জানিয়েছেন, তারা এই গোপন নজরদারি কেন্দ্র নিয়ে রীতিমতো চিন্তিত। সূত্র : ডয়চে ভেলে
বেলী / হককথা