নিউইয়র্ক ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নির্বিচারে গ্রেফতার বা হয়রানির ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী যুক্তরাষ্ট্র নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে কাউকে রাশিয়া ভ্রমণে না আসার বিষয়েও সর্তক করেছে দূতাবাস।

যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেয়ার পর গত সেপ্টেম্বরে এই জাতীয় সর্বজনীন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্র নাগরিকদের গ্রেফতার করেছে। আটক ও হয়রানির জন্য রাশিয়ায় যুক্তরাষ্ট্র নাগরিকদের চিহ্নিত করেছে এবং গোপন বিচার বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।

দূতাবাস আরও বলেছে, ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত যুক্তরাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে স্থানীয় আইন প্রয়োগ করছে রাশিয়ান কর্তৃপক্ষ এবং অপরাধমূলক তদন্ত চালানো হচ্ছে। জানুয়ারিতে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এরপরই যুক্তরাষ্ট্র নাগরিকদের রাশিয়া ছাড়ার এ নির্দেশ দেয়া হলো।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০২:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নির্বিচারে গ্রেফতার বা হয়রানির ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী যুক্তরাষ্ট্র নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে কাউকে রাশিয়া ভ্রমণে না আসার বিষয়েও সর্তক করেছে দূতাবাস।

যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেয়ার পর গত সেপ্টেম্বরে এই জাতীয় সর্বজনীন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্র নাগরিকদের গ্রেফতার করেছে। আটক ও হয়রানির জন্য রাশিয়ায় যুক্তরাষ্ট্র নাগরিকদের চিহ্নিত করেছে এবং গোপন বিচার বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।

দূতাবাস আরও বলেছে, ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত যুক্তরাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে স্থানীয় আইন প্রয়োগ করছে রাশিয়ান কর্তৃপক্ষ এবং অপরাধমূলক তদন্ত চালানো হচ্ছে। জানুয়ারিতে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এরপরই যুক্তরাষ্ট্র নাগরিকদের রাশিয়া ছাড়ার এ নির্দেশ দেয়া হলো।