নিউইয়র্ক ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দ্রুত ছড়ায় ও টিকার কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন : ডব্লিউএইচও

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • / ৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন টিকার কার্যকারিতা হ্রাস করে এবং ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি দ্রুত ছড়ায়।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব কথা জানায়। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটির মারাত্মক কোনও উপসর্গ দেখা যায়নি।

চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশিরভাগ সংক্রমণের জন্য ডেল্টা ধরনকে দায়ী করা হয়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ধরন শনাক্ত হয়। এ ধরনের অনেক ‘মিউটেশন’ হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট মিউটেট করেছে ৫০ বার। আর এর স্পাইক প্রোটিন বদলেছে ৩০ বার। মানুষের দেহের মধ্যে ঢুকতে কোভিড ভাইরাস এই স্পাইক প্রোটিন ব্যবহার করে এবং করোনার ভ্যাকসিন সাধারণত এই স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়।

এ কারণে ওমিক্রনকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর গত মাসে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩টি দেশে অমিক্রন ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের দ্রুত সংক্রমণ লক্ষ্য করা গেছে।

ডব্লিউএইচও’র কারিগরি ব্রিফে বলা হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। বর্তমানে যেসব তথ্য-উপাত্ত রয়েছে তার আলোকে বলা যায়, সংক্রমণের দিক দিয়ে ওমিক্রন সম্ভবত ডেল্টা ধরনকে ছাড়িয়ে যাবে।

ওমিক্রনের সংক্রমণে এখন পর্যন্ত মাঝারি বা উপসর্গবিহীন অসুস্থতা সৃষ্টি করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা মারাত্মক হতে পারে, তা নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দ্রুত ছড়ায় ও টিকার কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন : ডব্লিউএইচও

প্রকাশের সময় : ১২:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন টিকার কার্যকারিতা হ্রাস করে এবং ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি দ্রুত ছড়ায়।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব কথা জানায়। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটির মারাত্মক কোনও উপসর্গ দেখা যায়নি।

চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশিরভাগ সংক্রমণের জন্য ডেল্টা ধরনকে দায়ী করা হয়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ধরন শনাক্ত হয়। এ ধরনের অনেক ‘মিউটেশন’ হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট মিউটেট করেছে ৫০ বার। আর এর স্পাইক প্রোটিন বদলেছে ৩০ বার। মানুষের দেহের মধ্যে ঢুকতে কোভিড ভাইরাস এই স্পাইক প্রোটিন ব্যবহার করে এবং করোনার ভ্যাকসিন সাধারণত এই স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়।

এ কারণে ওমিক্রনকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর গত মাসে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩টি দেশে অমিক্রন ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের দ্রুত সংক্রমণ লক্ষ্য করা গেছে।

ডব্লিউএইচও’র কারিগরি ব্রিফে বলা হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। বর্তমানে যেসব তথ্য-উপাত্ত রয়েছে তার আলোকে বলা যায়, সংক্রমণের দিক দিয়ে ওমিক্রন সম্ভবত ডেল্টা ধরনকে ছাড়িয়ে যাবে।

ওমিক্রনের সংক্রমণে এখন পর্যন্ত মাঝারি বা উপসর্গবিহীন অসুস্থতা সৃষ্টি করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা মারাত্মক হতে পারে, তা নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন।