নিউইয়র্ক ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান বাইডেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৭৯ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান যুদ্ধে জরুরি ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বাইডেন। এ সময় তিনি ইসরাইলের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি একবার যখন বর্তমান সঙ্কট সমাধান হবে তখন ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায় অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন। ইসরাইল এবং ফিলিস্তিনি উভয়ের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও শান্তির সঙ্গে সহাবস্থানের মূলনীতির ওপর জোর দেন বাইডেন। তিনি মনে করেন দীর্ঘস্থায়ী এই দ্বন্দ্বের সমাধান হতে পারে এ উপায়ে। উপরন্তু সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণে বাধা হিসেবে হামাস রকেট হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন। এর ফলে ওই অঞ্চলের গতিপ্রকৃতি ওলট-পালট করে দেয়া হয়েছে।

এই যুদ্ধে যে পরিমাণ ফিলিস্তিনি মারা গেছেন বলে বলা হচ্ছে, সেই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাইডেন। তবে এই যুদ্ধে নিরীহ মানুষ মারা যাওয়ার বিষয় তিনি স্বীকার করেন। ইঙ্গিত দেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহতের যে সংখ্যা বলছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এদিন তিনি পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কট্টরপন্থি বসতি স্থাপনকারীদের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একে তিনি চলমান যুদ্ধে উস্কানি দেয়া বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান বাইডেনের

প্রকাশের সময় : ০৫:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান যুদ্ধে জরুরি ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বাইডেন। এ সময় তিনি ইসরাইলের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি একবার যখন বর্তমান সঙ্কট সমাধান হবে তখন ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায় অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন। ইসরাইল এবং ফিলিস্তিনি উভয়ের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও শান্তির সঙ্গে সহাবস্থানের মূলনীতির ওপর জোর দেন বাইডেন। তিনি মনে করেন দীর্ঘস্থায়ী এই দ্বন্দ্বের সমাধান হতে পারে এ উপায়ে। উপরন্তু সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণে বাধা হিসেবে হামাস রকেট হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন। এর ফলে ওই অঞ্চলের গতিপ্রকৃতি ওলট-পালট করে দেয়া হয়েছে।

এই যুদ্ধে যে পরিমাণ ফিলিস্তিনি মারা গেছেন বলে বলা হচ্ছে, সেই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাইডেন। তবে এই যুদ্ধে নিরীহ মানুষ মারা যাওয়ার বিষয় তিনি স্বীকার করেন। ইঙ্গিত দেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহতের যে সংখ্যা বলছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এদিন তিনি পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কট্টরপন্থি বসতি স্থাপনকারীদের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একে তিনি চলমান যুদ্ধে উস্কানি দেয়া বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।