নিউইয়র্ক ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুই হাজার ফুট নিচে পড়েও অক্ষত পর্বতারোহী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে! একটি পাহাড়ের উপর থেকে প্রায় দুই হাজার ফুট নিচে গড়িয়ে পরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক কিউই পর্বতারোহী। গড়িয়ে পড়ার পরে সামান্য আঘাত পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, নর্থ আইল্যান্ডের কুখ্যাত মাউন্ট তারানাকি থেকে পড়ে যায় পর্বতারোহী সেই ব্যক্তি। বসন্তের হাওয়ার তোড়ে সে পাহাড় গড়িয়ে প্রায় দু’হাজার ফুট নিচে তুষারের মধ্যে পড়ে যায়।

আরোও পড়ুন । আমেরিকার মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এরদোয়ান

পুলিশ বলেছে, পর্বতারোহী অসাধারণভাবে বেঁচে থাকার জন্য ভাগ্যবান। তিনি যে দূরত্বে পড়েছিলেন তা, সৌদি আরবের মক্কার ক্লক হিসাবে খ্যাত রয়্যাল টাওয়ারের সমান, যা বিশ্বের অন্যতম উঁচু ভবন। গত শনিবার স্থানীয় দুপুর বেলায় পর্বতারোহী ব্যক্তিটি পর্বতারোহণকারী একটি গ্রুপের হয়ে পাহাড়ে চড়তে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি মাউন্ট তারানাকির চূড়া থেকে পড়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, সঙ্গীদের সামনেই ব্যক্তিটি হঠাৎ করে নিচে গড়িয়ে পড়তে পড়তে এক সময় অদৃশ্য হয়ে যায়। পরে সঙ্গীরা নিচে নেমে এসে তাকে অক্ষত উদ্ধার করে।

নিউজিল্যান্ডের মাউন্টেন সেফটি কাউন্সিল অনুসারে, নিউজিল্যান্ডের সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক সব পর্বতের মধ্যে একটি হিসাবে মাউন্ট তারানাকির খ্যাতি রয়েছে। মরক্কোতে ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভমরক্কোতে ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ নাইন ইলিভেনে নিহতদের আরও দুজনের পরিচয় শনাক্তনাইন ইলিভেনে নিহতদের আরও দুজনের পরিচয় শনাক্ত ২০২১ সালে এই পর্বতের চূড়া থেকে পরে মারা যান দুই পর্বতারোহী। তারানাকি একটি সুপ্ত আগ্নেয়গিরি যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পশ্চিম উপকূলে আপেক্ষিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। মাউন্টেন সেফটি কাউন্সিল জানাচ্ছে, অন্যান্য পর্বত থেকে তারানাকির আলাদা বৈশিষ্ট্য হলো এর বিচ্ছিন্নতা, উপকূলরেখার সান্নিধ্য এবং ভৌগোলিক অবস্থান। এর দ্রুত পরিবর্তনশীল আবহাওয়াও ভয়ংকর বিপজ্জনক। সূত্র : একাত্তর টিভি

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুই হাজার ফুট নিচে পড়েও অক্ষত পর্বতারোহী

প্রকাশের সময় : ০১:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে! একটি পাহাড়ের উপর থেকে প্রায় দুই হাজার ফুট নিচে গড়িয়ে পরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক কিউই পর্বতারোহী। গড়িয়ে পড়ার পরে সামান্য আঘাত পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, নর্থ আইল্যান্ডের কুখ্যাত মাউন্ট তারানাকি থেকে পড়ে যায় পর্বতারোহী সেই ব্যক্তি। বসন্তের হাওয়ার তোড়ে সে পাহাড় গড়িয়ে প্রায় দু’হাজার ফুট নিচে তুষারের মধ্যে পড়ে যায়।

আরোও পড়ুন । আমেরিকার মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এরদোয়ান

পুলিশ বলেছে, পর্বতারোহী অসাধারণভাবে বেঁচে থাকার জন্য ভাগ্যবান। তিনি যে দূরত্বে পড়েছিলেন তা, সৌদি আরবের মক্কার ক্লক হিসাবে খ্যাত রয়্যাল টাওয়ারের সমান, যা বিশ্বের অন্যতম উঁচু ভবন। গত শনিবার স্থানীয় দুপুর বেলায় পর্বতারোহী ব্যক্তিটি পর্বতারোহণকারী একটি গ্রুপের হয়ে পাহাড়ে চড়তে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি মাউন্ট তারানাকির চূড়া থেকে পড়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, সঙ্গীদের সামনেই ব্যক্তিটি হঠাৎ করে নিচে গড়িয়ে পড়তে পড়তে এক সময় অদৃশ্য হয়ে যায়। পরে সঙ্গীরা নিচে নেমে এসে তাকে অক্ষত উদ্ধার করে।

নিউজিল্যান্ডের মাউন্টেন সেফটি কাউন্সিল অনুসারে, নিউজিল্যান্ডের সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক সব পর্বতের মধ্যে একটি হিসাবে মাউন্ট তারানাকির খ্যাতি রয়েছে। মরক্কোতে ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভমরক্কোতে ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ নাইন ইলিভেনে নিহতদের আরও দুজনের পরিচয় শনাক্তনাইন ইলিভেনে নিহতদের আরও দুজনের পরিচয় শনাক্ত ২০২১ সালে এই পর্বতের চূড়া থেকে পরে মারা যান দুই পর্বতারোহী। তারানাকি একটি সুপ্ত আগ্নেয়গিরি যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পশ্চিম উপকূলে আপেক্ষিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। মাউন্টেন সেফটি কাউন্সিল জানাচ্ছে, অন্যান্য পর্বত থেকে তারানাকির আলাদা বৈশিষ্ট্য হলো এর বিচ্ছিন্নতা, উপকূলরেখার সান্নিধ্য এবং ভৌগোলিক অবস্থান। এর দ্রুত পরিবর্তনশীল আবহাওয়াও ভয়ংকর বিপজ্জনক। সূত্র : একাত্তর টিভি

বেলী/হককথা