তুরস্কে সাহায্যবাহী গাড়ির ৩০ কিলোমিটার দীর্ঘ সারি
- প্রকাশের সময় : ১২:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০ বার পঠিত
তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের অন্তত দশটি প্রদেশ। এর মধ্যে কয়েকটির ক্ষতি সবচেয়ে বেশি। ক্ষতিগ্রস্ত এলাকার দিকে বিভিন্ন জরুরি পণ্য নিয়ে রওনা দিয়েছে হাজার হাজার গাড়ি।
আনাদুলু এজেন্সি এক টুইটে এমন একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের দিকে সাহায্য নিয়ে রওনা দিয়েছে হাজার হাজার ট্রাক। কোনিয়া-আদানা হাইওয়েতে ৩০ কিলোমিটার গাড়ির সারি তৈরি হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছুঁইছুঁই। এর মধ্যে বেশি প্রাণহানি হয়েছে তুরস্কে। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৮৯৪ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৯৩২ জন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৮৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪ হাজারের বেশি। দেশটিতে অন্তত ৫ হাজার ৬০৬টি বহুতল ভবন ধসে পড়েছে।
অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৯৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র কর্মকর্তারা আভাস দিয়েছেন নিহত মানুষের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে । সূত্রঃ ঢাকা মেইল