নিউইয়র্ক ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৭ বার পঠিত

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। শক্তিশালী এই ভূমিকম্পে ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের পূর্বে। জায়গাটি নুরদাগি থেকে ২৩ কিমি পূর্বে অবস্থিত। ভূপৃষ্ঠের ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এদিকে, স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানার ১১ মিনিট পর, মধ্য তুরস্কের একটি এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

ইউএসজিএস অনুসারে, দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে। এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ানটেপ তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি সিরিয়া, লেবানন ও সাইপ্রাস থেকে অনুভূত হয়েছিল।

স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানার ১১ মিনিট পর, মধ্য তুরস্কের একটি এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুর্কি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এখনো কোনো হতাহতের খবর জানায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, দেশের বেশ কয়েকটি শহরে প্রচুর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

প্রকাশের সময় : ১২:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। শক্তিশালী এই ভূমিকম্পে ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের পূর্বে। জায়গাটি নুরদাগি থেকে ২৩ কিমি পূর্বে অবস্থিত। ভূপৃষ্ঠের ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এদিকে, স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানার ১১ মিনিট পর, মধ্য তুরস্কের একটি এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

ইউএসজিএস অনুসারে, দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে। এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ানটেপ তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি সিরিয়া, লেবানন ও সাইপ্রাস থেকে অনুভূত হয়েছিল।

স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানার ১১ মিনিট পর, মধ্য তুরস্কের একটি এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুর্কি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এখনো কোনো হতাহতের খবর জানায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, দেশের বেশ কয়েকটি শহরে প্রচুর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।