নিউইয়র্ক ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তাইওয়ানে আক্রমণের বিষয়ে চীনকে পুনরায় ভাবাচ্ছে ইউক্রেন : সিআইএ প্রধান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান বলেছেন, তাইওয়ানে আক্রমণ চালাতে দৃঢ়প্রতিজ্ঞ চীন। তবে ইউক্রেনে রাশিয়ার যে অভিজ্ঞতা তা চীনকে পুনরায় ভাবাচ্ছে যে তারা কখন, কীভাবে তাইওয়ানে আক্রমণ করবে কিংবা আক্রমণ করবে কিনা।
গত বুধবার অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে সিআইএ প্রধান বিল বার্নস এ কথা বলেন। তিনি বলেন, চীন সম্ভবত দেখতে পাচ্ছে যে, তাদের যে শক্তি তা দিয়ে তারা দ্রুত চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে না।
এই বছরের শেষের দিকে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের দিকে অগ্রসর হতে পারেন এমন জল্পনাকে তিনি প্রত্যাখ্যান করেন। বিল বলেন, ঝুঁকিগুলো আরও তীব্র হচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এই দশকে তা আরও বেশি হবে।
‘আমি স্ব-শাসিত তাইওয়ানের ওপর চীনের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য প্রেসিডেন্ট শি’র সংকল্পকে ছোট করে দেখছি না’, বলেন বিল বার্নস।
বার্নস বলেন, ইউক্রেনে রাশিয়ার পাঁচ মাসের যুদ্ধের দিকে তাকিয়ে চীন ‘অস্থির’ ছিল। যা জিনপিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছিলেন। কারণ তিনি এক সপ্তাহের মধ্যে কিয়েভ সরকারকে পতনের আশা করেছিলেন।
সিআইএ প্রধান আরও বলেন, আমাদের ধারণা সম্ভবত চীনের নেতৃত্ব তাইওয়ানে তাদের শক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও কয়েক বছর সময় নিতে পারে কিনা সেই প্রশ্নটিকে কম প্রভাবিত করে। কিন্তু তারা কখন এবং কীভাবে তা করবে।
তিনি বলেন, আমার সন্দেহ চীনা নেতৃত্ব এবং সামরিক বাহিনী যে ছক কষছে তা হলো আপনি যদি ভবিষ্যতে এটি নিয়ে চিন্তা করতে যান তবে আপনাকে অপ্রতিরোধ্য শক্তি সংগ্রহ করতে হবে।
বার্নস বলেন, চীন রাশিয়ার জ্বালানি ক্রয় বাড়িয়েছে কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ না করার ব্যাপারে সতর্ক রয়েছে। সূত্র : এনডিটিভি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তাইওয়ানে আক্রমণের বিষয়ে চীনকে পুনরায় ভাবাচ্ছে ইউক্রেন : সিআইএ প্রধান

প্রকাশের সময় : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান বলেছেন, তাইওয়ানে আক্রমণ চালাতে দৃঢ়প্রতিজ্ঞ চীন। তবে ইউক্রেনে রাশিয়ার যে অভিজ্ঞতা তা চীনকে পুনরায় ভাবাচ্ছে যে তারা কখন, কীভাবে তাইওয়ানে আক্রমণ করবে কিংবা আক্রমণ করবে কিনা।
গত বুধবার অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে সিআইএ প্রধান বিল বার্নস এ কথা বলেন। তিনি বলেন, চীন সম্ভবত দেখতে পাচ্ছে যে, তাদের যে শক্তি তা দিয়ে তারা দ্রুত চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে না।
এই বছরের শেষের দিকে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের দিকে অগ্রসর হতে পারেন এমন জল্পনাকে তিনি প্রত্যাখ্যান করেন। বিল বলেন, ঝুঁকিগুলো আরও তীব্র হচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এই দশকে তা আরও বেশি হবে।
‘আমি স্ব-শাসিত তাইওয়ানের ওপর চীনের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য প্রেসিডেন্ট শি’র সংকল্পকে ছোট করে দেখছি না’, বলেন বিল বার্নস।
বার্নস বলেন, ইউক্রেনে রাশিয়ার পাঁচ মাসের যুদ্ধের দিকে তাকিয়ে চীন ‘অস্থির’ ছিল। যা জিনপিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছিলেন। কারণ তিনি এক সপ্তাহের মধ্যে কিয়েভ সরকারকে পতনের আশা করেছিলেন।
সিআইএ প্রধান আরও বলেন, আমাদের ধারণা সম্ভবত চীনের নেতৃত্ব তাইওয়ানে তাদের শক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও কয়েক বছর সময় নিতে পারে কিনা সেই প্রশ্নটিকে কম প্রভাবিত করে। কিন্তু তারা কখন এবং কীভাবে তা করবে।
তিনি বলেন, আমার সন্দেহ চীনা নেতৃত্ব এবং সামরিক বাহিনী যে ছক কষছে তা হলো আপনি যদি ভবিষ্যতে এটি নিয়ে চিন্তা করতে যান তবে আপনাকে অপ্রতিরোধ্য শক্তি সংগ্রহ করতে হবে।
বার্নস বলেন, চীন রাশিয়ার জ্বালানি ক্রয় বাড়িয়েছে কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ না করার ব্যাপারে সতর্ক রয়েছে। সূত্র : এনডিটিভি।
হককথা/এমউএ