তাইওয়ান নিয়ে আমেরিকা-চীনা নীতি মানতে রাজি নন ম্যাখোঁ
- প্রকাশের সময় : ১১:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৫৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ইসু্যতে চীন ও পশ্চিমাদের মধ্যে বরাবরই বিরাজ করছে উত্তাপ। চীন এই ভূখন্ডটিকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে কার্যত আগ্রাসী মনোভাব পোষণ করছে। অন্যদিকে, বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষায় প্রতিশ্রম্নতি দিয়ে রেখেছে আমেরিকা। এই পরিস্থিতিতে তাইওয়ান ইসু্যতে আমেরিকা বা চীনা নীতি অনুসরণে আপত্তি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এমনকি এই বিষয়ে ইউরোপের বেইজিং বা ওয়াশিংটনের নীতি মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স, এএফপি, ডিডাবিস্নউ নিউজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার বলেছেন, তাইওয়ানের বিরাজমান সংকট ত্বরান্বিত করার কোনো আগ্রহ ইউরোপের নেই। একইসঙ্গে এই ইসু্যতে ওয়াশিংটন ও বেইজিং উভয়ের থেকে ইউরোপের স্বাধীন একটি কৌশল অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রেসিডেন্ট ম্যাখোঁ সবেমাত্র চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর থেকে ফিরেছেন এবং চীনে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। অন্যদিকে, আমেরিকা প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে প্রেসিডেন্ট সাই ??ইং-ওয়েনের বৈঠকে ক্ষুব্ধ হয়ে চীন গত শনিবার থেকে তাইওয়ানের চারপাশে মহড়া শুরু করেছে। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা হিসেবে বিবেচনা করে এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের সম্ভাবনাকে কখনোই ত্যাগ করেনি। তবে তাইওয়ানের সরকার চীনের এই দাবির বিরুদ্ধে বরাবরই তীব্র আপত্তি জানিয়ে এসেছে। চীন সফরের সময় ফরাসি সংবাদপত্র ‘লেস ইকোস’ এবং ‘পলিটিকো’তে কথা বলেন ইমানুয়েল ম্যাখোঁ। রোববার তার এই বক্তব্য প্রকাশিত হয়। সেখানে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, তাইওয়ান ইসু্যতে চলমান সংঘাতকে ত্বরান্বিত করা ইউরোপের উচিত নয় এবং চীন ও আমেরিকার মধ্যে তৃতীয় একটি পক্ষ হিসেবে নিজের অবস্থান তৈরিতে ইউরোপের সময় নেওয়া উচিত।
আরোও পড়ুন । যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ব্যাংকে গোলাগুলি, নিহত ৫
পলিটিকো ফরাসি প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেছে, ‘সবচেয়ে খারাপ জিনিস এটি মনে করা হবে যে, ইউরোপীয়দের অবশ্যই তাইওয়ান বিষয়ে ( আমেরিকা বা চীনা নীতির) অনুসারী হতে হবে এবং আমেরিকান ছন্দ বা চীনা অত্যধিক প্রতিক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ‘দু’টি মিডিয়া আউটলেটই ইমানুয়েল ম্যাখোঁকে উদ্ধৃত করে বলেছে, ইউরোপকে অবশ্যই তার প্রতিরক্ষা শিল্পকে আরও ভালোভাবে অর্থায়ন করতে হবে, পারমাণবিক ও পুনঃবীকরণযোগ্য জ্বালানির বিকাশ করতে হবে এবং আমেরিকার ওপর নির্ভরতা সীমিত করতে আমেরিকা ডলারের ওপর নির্ভরতা কমাতে হবে। গত শুক্রবার বেইজিং থেকে আরেক চীনা শহর গুয়াংজু যাওয়ার সময় ফ্লাইটে এই যৌথ সাক্ষাৎকারটি দেন ম্যাখোঁ। এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ম্যাখোঁর একজন উপদেষ্টা গুয়াংজুতে সাংবাদিকদের বলেছিলেন, নিজেদের মধ্যে বৈঠকের সময় শি জিনপিং ও ইমানুয়েল ম্যাখোঁ তাইওয়ান ইসু্যতে ‘গভীর এবং খোলামেলা’ আলোচনা করেছেন। ওই উপদেষ্টা আরও বলেন, ‘প্রেসিডেন্ট ম্যাখোঁর অনুভূতি হলো- আমাদের সতর্ক হওয়া উচিত, যাতে কোনো দুর্ঘটনা বা উত্তেজনা বাড়তে না পারে। কারণ তেমনটি হলে চীনারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।’
বেলী / হককথা