ডলারের বিপরীতে পাউন্ডের মানে রেকর্ড পতন

- প্রকাশের সময় : ০২:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে বৃটিশ পাউন্ডের দামের রেকর্ড পতন হয়েছে। সোমবার এক লাফে ৪ শতাংশ দাম হারায় পাউন্ড। বর্তমানে এক পাউন্ড দিয়ে পাওয়া যাচ্ছে ১.০৩৫ ডলার। যা ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েক মাসের মধ্যে পাউন্ডের দাম কমে ডলারের সমান হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, শুক্রবার গত ৫০ বছরের মধ্যে সবথেকে বড় ট্যাক্স হ্রাসের ঘোষণা দিয়েছেন বৃটেনের চ্যান্সেলর অব দ্য এক্সচেকার বা অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেং। এরপর থেকেই পাউন্ডের দাম কমতে শুরু করে। চলতি মাসের প্রথম দিন এক মার্কিন ডলারের মান ছিল ০.৮৭ পাউন্ড। রোববার এক মার্কিন ডলারের মান ছিল ০.৯৩ পাউন্ড। অর্থাৎ একদিনের ব্যবধানে রেকর্ড মান কমেছে পাউন্ডের। কনজার্ভেটিভ দলের সাবেক চ্যাঞ্চেলর লর্ড কেন ক্লার্ক অর্থমন্ত্রীর ট্যাক্স হ্রাসের সিদ্ধানের সমালোচনা করেছেন।
তিনি বলেন, এরফলে পাউন্ডের মান কমে যাবে। লাতিন আমেরিকার দেশগুলো এ ধরণের পদক্ষেপ নেয় কিন্তু তাতে কোনো সফলতা আসে না। ইউক্রেনে রুশ হামলার মধ্যে এবারের শীতে জ্বালানি সংকটের ঝুঁকি রয়েছে। বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে ডলারের বিপরীতে ইউরোর মানও ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। সোমবার এশিয়ার বেশিরভাগ দেশেই ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
হককথাএমউএ