নিউইয়র্ক ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ডয়চে ভেলের রিপোর্ট খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : র‍্যাবকে নিয়ে ডয়চে ভেলে এবং নেত্র নিউজে প্রকাশিত রিপোর্ট সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারীকে জবাবদিহির আওতায় আনা উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।

একজন সাংবাদিক এ সময় তার কাছে প্রশ্ন করেন- সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বাংলাদেশে র‍্যাব বিচারবহির্ভূত ও রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত। প্রথমবারের মতো দু’জন হুইসেলব্লোয়ার এই বাহিনীর ভিতরের তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, এই হত্যাকাণ্ডে উপরের নির্দেশ থাকতে পারে। এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না ? জবাবে প্যাটেল বলেন, এই আর্টিকেল এবং ভিডিওর বিষয়ে আমরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখব। আশা করি বাংলাদেশ সরকারও তা করবে।

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ডয়চে ভেলের রিপোর্ট খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : র‍্যাবকে নিয়ে ডয়চে ভেলে এবং নেত্র নিউজে প্রকাশিত রিপোর্ট সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারীকে জবাবদিহির আওতায় আনা উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।

একজন সাংবাদিক এ সময় তার কাছে প্রশ্ন করেন- সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বাংলাদেশে র‍্যাব বিচারবহির্ভূত ও রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত। প্রথমবারের মতো দু’জন হুইসেলব্লোয়ার এই বাহিনীর ভিতরের তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, এই হত্যাকাণ্ডে উপরের নির্দেশ থাকতে পারে। এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না ? জবাবে প্যাটেল বলেন, এই আর্টিকেল এবং ভিডিওর বিষয়ে আমরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখব। আশা করি বাংলাদেশ সরকারও তা করবে।

সুমি/হককথা