টেক্সাসে ইহুদি উপাসনালয়ে হামলা, ১০ ঘণ্টা পর উদ্ধার পণবন্দিরা, খতম বন্দুকবাজ

- প্রকাশের সময় : ০৭:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৮৭ বার পঠিত
টেক্সাসের ইহুদি উপসনালয়ে পণবন্দি করার ঘটনায় পুলিশের গুলিতে নিহত দুষ্কৃতী। আমেরিকায় বন্দি পাক সন্ত্রাসবাদীদের মুক্তি চেয়ে ইহুদি উপসনালয়ের কয়েকজনকে পণবন্দি করে রেখেছিল অপহরণকারী। দীর্ঘ টানাপোড়েনের পর মার্কিন গোয়েন্দা বিভাগ এফবিআইয়ের উদ্ধারকারী দল সিনাগগের ভিতরে ঢুকে অপহরণকারীকে নিকেশ করে। পণবন্দিরা সবাই সুরক্ষিত আছেন। তাঁরা অক্ষত অবস্থায় বাইরে বেড়িয়ে আসেন।
টেক্সাসের স্থানীয় সময় শনিবার রাতে সিনাগগ বা ইহুদি উপাসনালয়ে ঢুকে পড়ে বন্দুকবাজ দুষ্কৃতী। প্রার্থনার সময় হামলা করে সে। তার পর কয়েকদনকে পণবন্দি করে ফেলে সে। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে সিনাগগে আটকে ছিলেন পণবন্দিরা। প্রথম চারজনকে পণবন্দি করে বন্দকবাজ। ভোররাতে একজনকে উদ্ধার করতে পারে পুলিশ। কিন্তু তখনও ভিতরে অনেকে পণবন্দি ছিলেন। কতজন তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। উপাসনালয়ের রাব্বি-সহ তিন জন আটকে ছিলেন।
হককথা/এসএ