জি-৭ সম্মেলনের আগেই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলা

- প্রকাশের সময় : ০৭:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১১৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : জি-৭ সম্মেলন যখন শুরু হতে যাচ্ছে তার আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ রোববার দিনের শুরুর দিকে কিয়েভের বিভিন্ন স্থানে বিকট কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এতে একটি আবাসিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মকর্তাদের মতে, তার কাছে একটি রাশিয়ান পাসপোর্ট আছে। ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। ভবনের পিছন দিক দিয়ে যে পানির পাইপলাইন, তা ধ্বংস হয়ে গেছে। ফলে ওই ভবনে এখন আর পানি সরবরাহ নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
শহরটির মেয়র ভিটালি ক্লিশ্চকো বলেছেন, আন্তর্জাতিক জি-৭ সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনকে ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপদ রাখতে মিত্রদের কাছে আরও সহায়তা চাওয়ার কয়েক ঘন্টা পরেই চালানো হয়েছে এই হামলা। রাতে দেয়া ভাষণে তিনি বলেছেন, যুদ্ধ এখন এক আবেগের কঠিন দশায় পৌঁছেছে। বিজয় অর্জনের আগে আর কত হামলা হবে তা তিনি জানেন না। ওদিকে শনিবার সেভারোদনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় এই শহরে কয়েক সপ্তাহ ধরে দেখা দিয়েছে ভারি লড়াই।
জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা জার্মানিতে মিলিত হচ্ছেন। আশা করা হচ্ছে এই সম্মেলন থেকে কিয়েভের প্রতি নতুন করে সামরিক সমর্থনের প্রতিশ্রুতি দেয়া হবে। মস্কোর বিরুদ্ধে দেয়া হবে আরও নিষেধাজ্ঞা। রাশিয়ার স্বর্ণ আমদানি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৃটেন, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র। ওদিকে সম্মেলন শুরুর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জি-৭ এবং ন্যাটোকে অবশ্যই একত্রিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদেরকে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই একত্রিত হতে হবে।
হককথা/এমউএ