নিউইয়র্ক ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জি-৭ এর বিরুদ্ধে চীনের অভিযোগ, জাপানি দূতকে তলব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪২ বার পঠিত

হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে নেতারা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের পর জোটটির বিরুদ্ধে ‘ভুয়া অপবাদ দেওয়া’ ও ‘মানহানির’ অভিযোগ তুলেছে চীন। সম্মেলনে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রসঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেইজিং এর ‘সামরিক তৎপরতা’র বিষয়ে সতর্কতা জানানোর পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ করে চীন। জোটটির এমন বিবৃতিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে সোমবার (২২ মে) জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং।

সান উইডং বলেছেন, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে জাপানের এমন কর্মকাণ্ড ক্ষতিকর। বিষয়টি নিয়ে দৃঢ় অসন্তোষ ও কঠোর বিরোধীতা প্রকাশ করেছেন তিনি। উইডং বলেন, ‘জাপানের উচিত চীন সম্পর্কে ধারণা পরিবর্তন করা। আমাদের কৌশলগত স্বায়ত্তশাসন অনুধাবন করে সত্যিকার অর্থে একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে পদক্ষেপ নেওয়া’। জবাবে চীনের জাপানি রাষ্ট্রদূত হিদেও তারুমি বলেছেন, সবার সাধারণ উদ্বেগের বিষয়ে জি-৭ এ আলোচনা হবেই। এসব সমস্যার বিষয়ে চীনকে আচরণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। তারুমি বলেন, ‘এসব নিয়ে আলোচনা না করতে চাইলে বিষয়গুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে চীনকে’।

আরোও পড়ুন । যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট মাইক্রোনের ওপর চীনা নিষেধাজ্ঞা

শনিবার জি-৭ সম্মেলনে চীনের সঙ্গে ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক চেয়ে বিবৃতি দিয়েছিল জোটটি। এ সময় দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে ‘সামরিক তৎপরতা’ এবং জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য চীনের নিন্দা করে জোটটি। যৌথ বিবৃতিতে জোট চীনকে উদ্দেশ করে বলে, ‘জবরদস্তির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির একতরফা প্রচেষ্টার কঠোর বিরোধিতা করছি আমরা।’ এসব ঘটনায় জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এড়াতে যুক্তরাজ্যকে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। সূত্র : দ্য গার্ডিয়ান

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জি-৭ এর বিরুদ্ধে চীনের অভিযোগ, জাপানি দূতকে তলব

প্রকাশের সময় : ০২:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের পর জোটটির বিরুদ্ধে ‘ভুয়া অপবাদ দেওয়া’ ও ‘মানহানির’ অভিযোগ তুলেছে চীন। সম্মেলনে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রসঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেইজিং এর ‘সামরিক তৎপরতা’র বিষয়ে সতর্কতা জানানোর পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ করে চীন। জোটটির এমন বিবৃতিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে সোমবার (২২ মে) জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং।

সান উইডং বলেছেন, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে জাপানের এমন কর্মকাণ্ড ক্ষতিকর। বিষয়টি নিয়ে দৃঢ় অসন্তোষ ও কঠোর বিরোধীতা প্রকাশ করেছেন তিনি। উইডং বলেন, ‘জাপানের উচিত চীন সম্পর্কে ধারণা পরিবর্তন করা। আমাদের কৌশলগত স্বায়ত্তশাসন অনুধাবন করে সত্যিকার অর্থে একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে পদক্ষেপ নেওয়া’। জবাবে চীনের জাপানি রাষ্ট্রদূত হিদেও তারুমি বলেছেন, সবার সাধারণ উদ্বেগের বিষয়ে জি-৭ এ আলোচনা হবেই। এসব সমস্যার বিষয়ে চীনকে আচরণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। তারুমি বলেন, ‘এসব নিয়ে আলোচনা না করতে চাইলে বিষয়গুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে চীনকে’।

আরোও পড়ুন । যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট মাইক্রোনের ওপর চীনা নিষেধাজ্ঞা

শনিবার জি-৭ সম্মেলনে চীনের সঙ্গে ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক চেয়ে বিবৃতি দিয়েছিল জোটটি। এ সময় দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে ‘সামরিক তৎপরতা’ এবং জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য চীনের নিন্দা করে জোটটি। যৌথ বিবৃতিতে জোট চীনকে উদ্দেশ করে বলে, ‘জবরদস্তির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির একতরফা প্রচেষ্টার কঠোর বিরোধিতা করছি আমরা।’ এসব ঘটনায় জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এড়াতে যুক্তরাজ্যকে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। সূত্র : দ্য গার্ডিয়ান

বেলী/হককথা