নিউইয়র্ক ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নিন্দা সৌদি আরবের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৪ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সেখানে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলের বেপরোয়া এবং অমানবিক বোমা হামলা পুরোপুরি প্রত্যাখ্যান করে সৌদি আরব। ইসরাইলের অব্যাহতভাবে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘনেরও নিন্দা জানানো হয় এতে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা জোর দিয়ে এতে তুলে ধরা হয়। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোটে রেজ্যুলুশন পাস হওয়ার পরও এমন অবস্থা বিরাজ করছে।

সৌদি আরব আরও বলেছে, গাজায় চলমান সহিংসতা থেকে সৃষ্ট ভয়াবহ মানবিক পরিস্থিতিতে কোনো অজুহাত চলে না। এতে তারা সেখানে রক্তপাত বন্ধে, নিরপরাধ মানুষের জানমাল রক্ষায় এবং কালবিলম্ব বা বাধা না দিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধে ব্যবস্থা নিতে বলে। এসব ব্যবস্থা নিতে ব্যর্থ হলে অপরিহার্য মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেছে সৌদি আরব। এর ফলে দখলদার ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জবাবদিহি করতে হবে।

ওই শরণার্থী ক্যাম্পে হামলা চালানোয় মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগও নিন্দা জানিয়েছে। এর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মেদ আল ইসরা বিবৃতিতে এই যুদ্ধকে গুরুতর বলে অভিহিত করেন। বেসামরিক লোকজনের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নিন্দা সৌদি আরবের

প্রকাশের সময় : ০৫:২০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সেখানে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলের বেপরোয়া এবং অমানবিক বোমা হামলা পুরোপুরি প্রত্যাখ্যান করে সৌদি আরব। ইসরাইলের অব্যাহতভাবে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘনেরও নিন্দা জানানো হয় এতে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা জোর দিয়ে এতে তুলে ধরা হয়। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোটে রেজ্যুলুশন পাস হওয়ার পরও এমন অবস্থা বিরাজ করছে।

সৌদি আরব আরও বলেছে, গাজায় চলমান সহিংসতা থেকে সৃষ্ট ভয়াবহ মানবিক পরিস্থিতিতে কোনো অজুহাত চলে না। এতে তারা সেখানে রক্তপাত বন্ধে, নিরপরাধ মানুষের জানমাল রক্ষায় এবং কালবিলম্ব বা বাধা না দিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধে ব্যবস্থা নিতে বলে। এসব ব্যবস্থা নিতে ব্যর্থ হলে অপরিহার্য মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেছে সৌদি আরব। এর ফলে দখলদার ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জবাবদিহি করতে হবে।

ওই শরণার্থী ক্যাম্পে হামলা চালানোয় মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগও নিন্দা জানিয়েছে। এর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মেদ আল ইসরা বিবৃতিতে এই যুদ্ধকে গুরুতর বলে অভিহিত করেন। বেসামরিক লোকজনের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

হককথা/নাছরিন