জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত
- প্রকাশের সময় : ০৩:৪৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৩৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পর একই দিনে কেঁপে উঠলো জাপান। জাপানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ দ্বীপ হোক্কাইডোতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল উরাকাওয়া টাউনের উপকূলের ১৪০ কিলোমিটার গভীরে।
চিটোস সিটি, আতসুমা টাউন ও উরাকাওয়া টাউনে শূন্য থেকে সাত পর্যন্ত জাপানি সিসমিক স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচের নিচে। ২০১৪ সালের আগস্টে জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬.৩ মাত্রার, যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত করেছিল।
সুমি/হককথা