জানুয়ারিতে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন
- প্রকাশের সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪
- / ১০৩০ বার পঠিত
শ্রীলঙ্কায় নির্ধারিত সময়ের দু বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছেন সে দেশের তথ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েল্লা। ওই নির্বাচনে তৃতীয়বারের মত প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট মাহিন্দে রাজাপাকসে।
সোমবার এক জনসভায় বক্তব্য রাখার সময় তথ্যমন্ত্রী রামবুকওয়েল্লা বলেন, আগামী বছরের জানুয়ারিতে দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ভাষায়,‘কবে নাগাদ নির্বাচস হবে আমি তা জানি। তবে এ মুহূর্তে আমি তা ঘোষণা করতে চাচ্ছি না।’
তথ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্ধারিত সময়ের দু বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে তৃতীয়বারের মত প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট রাজাপাকসে। ২০১০ সালে বিপুল ভোটে ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
তিনি ক্ষমতায় আসার পর একই বছরের সেপ্টেম্বরে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টকে যতবার খুশি ততবার নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। তবে এই সংশোধনীর ব্যাপক সমালোচনা করেছেন দেশের গণতন্ত্রমনা সমালোচকরা। এর প্রতিবাদে নির্বাচন বর্জন করেছিল দেশের প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টি।
২০০৫ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। তখন তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর এবং কঠোর হাতে বিদ্রোহ দমন করার মাধ্যমে দেশের সংখ্যাগুরু সিংহলি গনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। যার ফলে ২০১০ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।এখন আগাম নির্বাচন দিয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় আসতে চাচ্ছেন রাজাপাকসে।