জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ০১:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪ বার পঠিত
জব্দ করা হাজার হাজার অস্ত্র এবং এক মিলিয়ন রাউন্ডের বেশি গুলি ইউক্রেনে পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। অস্ত্রগুলো মূলত হুথি মিলিশিয়াদের জন্য তৈরি করেছিল ইরান। হুথিরা (ইয়েমেনি শিয়াপন্থি রাজনৈতিক ও সশস্ত্র দল) ইরান সমর্থিত একটি জনগোষ্ঠী।মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে- সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্মকর্তারা ইয়েমেন উপকূলে সন্দেহভাজন চোরাকারবারিদের কাছ থেকে পাঁচ হাজারের বেশি রাইফেল, ১.৬ মিলিয়ন রাউন্ড ছোট অস্ত্রের গুলি, কিছুসংখ্যক অ্যান্টি-ট্যাংক মিসাইল এবং অনুমানিক সাত হাজারের বেশি ফিউজ জব্দ করে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জব্দ করা অস্ত্রগুলো ইউক্রেনে স্থানান্তর করার জন্য একটি আইনি বাধার সম্মুখীন হতে পারে বাইডেন প্রশাসন। কারণ জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আইনে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জব্দ অস্ত্র ধ্বংস, সংরক্ষণ বা নিষ্পত্তি করতে হবে। অস্ত্র পাঠানোর জন্য কোনো আইনি ফাঁক আছে কিনা- তা অনুসন্ধান করছে বাইডেন প্রশাসন। সূত্রঃ যুগান্তর