বিজ্ঞাপন :
চীনে ৯টি বড় আকারের পরিষ্কার জ্বালানি কেন্দ্র নির্মিত হবে
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১১৫ বার পঠিত
চীনের ‘১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’ অনুসারে, এ সময়ে দেশে মোট ৯টি বড় আকারের পরিষ্কার জ্বালানি কেন্দ্র নির্মিত হবে। পরিষ্কার জ্বালানির মধ্যে রয়েছে জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও ফটোভোল্টাইক বিদ্যুৎ। নয়টি কেন্দ্রই নির্মিত হবে দেশের পশ্চিমাঞ্চলে । জাতীয় জ্বালানি প্রশাসন এরই মধ্যে ‘২০২৪ সালের জ্বালানি বিষয়ক কার্যক্রমের দিকনিদের্শনা’ প্রকাশ করেছে।
এতে জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ , ফটোভোল্টাইক বিদ্যুৎ ও পরমাণূ শক্তির উন্নয়ন এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয় এবং সবুজ নিম্ন-কার্বন রূপান্তর নীতি ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে নানা পদ্ধতিতে বাতাস, সূর্যালোক ও পানিসম্পদ ব্যবহার করে অব্যাহতভাবে পরিষ্কার জ্বালানি উন্নয়নে কাজ করছে চীন। সূত্র : দৈনিক ইনকিলাব।