চীনে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
- প্রকাশের সময় : ০২:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ৭০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। এর আগে বেইজিং বলেছে যে তারা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় অবদান রাখতে চায়। আলোচনার সুবিধার্থে চীন সাহায্য করতে প্রস্তুত। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৩ জুন কে ১৬ জুন পর্যন্ত চীন সফর করবেন।” চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এপ্রিল মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যে তার দেশ শান্তি আলোচনায় সহায়তা করতে ইচ্ছুক।
আরোও পড়ুন । ধনী দেশগুলোর কাছে গরিব দেশের পাওনা ১৯২ ট্রিলিয়ন ডলার
এ বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিকদের পৃথকভাবে ফোন দেন কিন গ্যাং। এসব ফোনালাপে তিনি জানান যে চীন আঞ্চলিক মধ্যস্থতাকারী হতে আগ্রহী ও প্রস্তুত। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে এক ফোনালাপে কিন গ্যাং আবারও শান্তি আলোচনা শুরু করার পদক্ষেপ নিতে বলেন। এ সময় তিনি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য চীন সহায়তা করতে চায়। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
বেলী/হককথা