নিউইয়র্ক ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / ৩৮ বার পঠিত

সংগৃহীত ছবি।

 আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। বৈঠকে তারা দুই দেশের সামরিক সহায়তা নিয়ে আলোচনা করেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার (১৬ এপ্রিল) মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনের রাশিয়া সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

একটি ভিডিও ফুটেজে পুতিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। এরপর তারা টেবিলে একে অপরের মুখোমুখি বসেন। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘দুই দেশের সেনাবাহিনী সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে। আমরা নিয়মিত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে তথ্য বিনিময় করছি। এছাড়াও আমরা যৌথ মহড়া করছি। স্থল, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে এই মহড়া সুদূর প্রাচ্যের পাশাপাশি ইউরোপেও অনুষ্ঠিত হয়েছে।’

একটি ভিডিও ফুটেজে পুতিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

গত মাসে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শাংফুর প্রথম বিদেশ সফর। আগামী ১৯ এপ্রিল তার সফর শেষ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে।’ গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে চীন রাশিয়ার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। পশ্চিমা ও ন্যাটো সদস্য দেশগুলোর অভিযোগ, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠক

প্রকাশের সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

 আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। বৈঠকে তারা দুই দেশের সামরিক সহায়তা নিয়ে আলোচনা করেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার (১৬ এপ্রিল) মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনের রাশিয়া সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

একটি ভিডিও ফুটেজে পুতিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। এরপর তারা টেবিলে একে অপরের মুখোমুখি বসেন। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘দুই দেশের সেনাবাহিনী সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে। আমরা নিয়মিত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে তথ্য বিনিময় করছি। এছাড়াও আমরা যৌথ মহড়া করছি। স্থল, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে এই মহড়া সুদূর প্রাচ্যের পাশাপাশি ইউরোপেও অনুষ্ঠিত হয়েছে।’

একটি ভিডিও ফুটেজে পুতিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

গত মাসে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শাংফুর প্রথম বিদেশ সফর। আগামী ১৯ এপ্রিল তার সফর শেষ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে।’ গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে চীন রাশিয়ার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। পশ্চিমা ও ন্যাটো সদস্য দেশগুলোর অভিযোগ, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সুমি/হককথা