চীনের উইন্টার অলিম্পিক বয়কট করলো যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ১২:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ৭৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কূটনীতিকরা বলেন, ওই অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশন পাঠাবে না তারা। তবে অ্যাথলেটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা দেবে। খবর বিবিসির।
বিবিসির খবরে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, উভয় দলের আইন প্রণেতারাই ওই অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও বয়কটের কথা বলেছিলেন। এর জবাবে চীন জানিয়েছিল, এমন ঘোষণা এলে তারাও এর পাল্টা ব্যবস্থা নেবে।
চীনে উইঘুর মুসলিমদের উপর মানবিক নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র এর তীব্র প্রতিবাদ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন ঘোষণা এলো।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। এর জবাবে চীনের কর্মকর্তারা বলেছেন, উইন্টার অলিম্পিক রাজনৈতিক মহড়ার জায়গা নয়। চীন এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে।