নিউইয়র্ক ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনা হামলার ভুল খবর প্রচার, ক্ষমা চাইল তাইওয়ানের টিভি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / ৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের রাজধানী তাইপেতে চীন হামলা চালিয়েছে- এমন খবর প্রকাশ করে ক্ষমা চেয়েছে তাইওয়ানের সরকার নিয়ন্ত্রিত একটি টিভি চ্যানেল। ভুল করে এই খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেলটি।
গতকাল বুধবার (২০ এপ্রিল) সকালে চাইনিজ টেলিভিশন সিস্টেম নামের টিভি চ্যানেলটি এমন সংবাদ প্রচার করে।
চ্যানেলটির তাৎক্ষণিক সংবাদের টিকারে দেয়া খবরে বলা হয়, তাইপের কাছে সামরিক জাহাজ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাইপের প্রধান রেলস্টেশনে ‘চীনা এজেন্টরা’ আগুন দিয়েছে এমন তথ্য দিয়ে সংবাদে বলা হয় তাইওয়ানের প্রেসিডেন্ট জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এরপর সকাল ১০টার সংবাদে একজন সংবাদ উপস্থাপক টিভি চ্যানেলটির সম্প্রচারে এসে বলেন, ‘দেশবাসী, অনুগ্রহ করে আপনারা অতিমাত্রায় আতঙ্কিত হবেন না। আমরা এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’
তিনি আরো বলেন, এই সতর্ক বার্তা দমকল বাহিনির একটি মহড়ার জন্য গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সম্প্রচারের কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বুধবার সকালে প্রদর্শিত হয়।
তবে এই খবরে তাইপেতে আর কোনো আতঙ্কের লক্ষণ দেখা যায়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে তাইওয়ান সতর্কতার মাত্রা বাড়িয়েছে। অনেকেই মনে করছেন তাইওয়ানেও একই ধরনের হামলা করতে পারে রাশিয়া। যদিও সরকারের পক্ষ থেকে এমন আশঙ্কার কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চীনের পক্ষ থেকেও তাইওয়ানে হামলার কোনো আভাস এখনো মিলেনি। -ডয়চে ভেলে
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনা হামলার ভুল খবর প্রচার, ক্ষমা চাইল তাইওয়ানের টিভি

প্রকাশের সময় : ০১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের রাজধানী তাইপেতে চীন হামলা চালিয়েছে- এমন খবর প্রকাশ করে ক্ষমা চেয়েছে তাইওয়ানের সরকার নিয়ন্ত্রিত একটি টিভি চ্যানেল। ভুল করে এই খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেলটি।
গতকাল বুধবার (২০ এপ্রিল) সকালে চাইনিজ টেলিভিশন সিস্টেম নামের টিভি চ্যানেলটি এমন সংবাদ প্রচার করে।
চ্যানেলটির তাৎক্ষণিক সংবাদের টিকারে দেয়া খবরে বলা হয়, তাইপের কাছে সামরিক জাহাজ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাইপের প্রধান রেলস্টেশনে ‘চীনা এজেন্টরা’ আগুন দিয়েছে এমন তথ্য দিয়ে সংবাদে বলা হয় তাইওয়ানের প্রেসিডেন্ট জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এরপর সকাল ১০টার সংবাদে একজন সংবাদ উপস্থাপক টিভি চ্যানেলটির সম্প্রচারে এসে বলেন, ‘দেশবাসী, অনুগ্রহ করে আপনারা অতিমাত্রায় আতঙ্কিত হবেন না। আমরা এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’
তিনি আরো বলেন, এই সতর্ক বার্তা দমকল বাহিনির একটি মহড়ার জন্য গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সম্প্রচারের কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বুধবার সকালে প্রদর্শিত হয়।
তবে এই খবরে তাইপেতে আর কোনো আতঙ্কের লক্ষণ দেখা যায়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে তাইওয়ান সতর্কতার মাত্রা বাড়িয়েছে। অনেকেই মনে করছেন তাইওয়ানেও একই ধরনের হামলা করতে পারে রাশিয়া। যদিও সরকারের পক্ষ থেকে এমন আশঙ্কার কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চীনের পক্ষ থেকেও তাইওয়ানে হামলার কোনো আভাস এখনো মিলেনি। -ডয়চে ভেলে
হককথা/এমউএ