নিউইয়র্ক ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ, আকাশ প্রতিরক্ষা সক্রিয় করলো তাইওয়ান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৩৩ বার পঠিত

চীন ও তাইওয়ানের পতাকার মধ্যে আঁকা যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৮ জুন) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন কথা বলেছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বিবৃতিতে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫ টা থেকে পর্যবেক্ষণ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে জে-১১, জে-১৬ যুদ্ধবিমানসহ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এইচ-৬ বোমারু বিমান ছিল।

বিষয়টির নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠানোর পাশাপাশি ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল তাইওয়ান। অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এমন তথ্য পাওয়া যায়। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (আদিজ) হলো তাইওয়ানের এমন একটি সীমান্তবর্তী এলাকা যা সবসময়ই নজরদারি ও টহলের মধ্যে রাখে তাইওয়ান। মূলত চীনা হুমকি মোকাবিলায় এমন পদক্ষেপ নিয়েছে তাইওয়ান।

এর আগেও বেশ কয়েকবার আদিজে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে গেলে অঞ্চলটির আকাশ সীমায় মহড়া চালায় বেইজিং। উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে শাসিত তাওয়ানকে নিজ ভুখণ্ড হিসেবে দেখে চীন। যেকোনও উপায়ে অঞ্চলটিকে আবার নিজ ভূখণ্ডের অন্তর্গত করবে বলে জানিয়েছে চীনা সরকার। তবে তাইওয়ান সরকার বলছে, চীনের সঙ্গে একীভূত হবে কিনা, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের হাতে। সূত্র: রয়টার্স
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ, আকাশ প্রতিরক্ষা সক্রিয় করলো তাইওয়ান

প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৮ জুন) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন কথা বলেছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বিবৃতিতে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫ টা থেকে পর্যবেক্ষণ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে জে-১১, জে-১৬ যুদ্ধবিমানসহ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এইচ-৬ বোমারু বিমান ছিল।

বিষয়টির নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠানোর পাশাপাশি ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল তাইওয়ান। অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এমন তথ্য পাওয়া যায়। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (আদিজ) হলো তাইওয়ানের এমন একটি সীমান্তবর্তী এলাকা যা সবসময়ই নজরদারি ও টহলের মধ্যে রাখে তাইওয়ান। মূলত চীনা হুমকি মোকাবিলায় এমন পদক্ষেপ নিয়েছে তাইওয়ান।

এর আগেও বেশ কয়েকবার আদিজে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে গেলে অঞ্চলটির আকাশ সীমায় মহড়া চালায় বেইজিং। উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে শাসিত তাওয়ানকে নিজ ভুখণ্ড হিসেবে দেখে চীন। যেকোনও উপায়ে অঞ্চলটিকে আবার নিজ ভূখণ্ডের অন্তর্গত করবে বলে জানিয়েছে চীনা সরকার। তবে তাইওয়ান সরকার বলছে, চীনের সঙ্গে একীভূত হবে কিনা, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের হাতে। সূত্র: রয়টার্স
সুমি/হককথা