নিউইয়র্ক ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চিলিতে সমলিঙ্গ বিয়ে নিয়ে বিল পাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / ১২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে সমলিঙ্গ বিয়ে আইনি স্বীকৃতি পেতে চলেছে। চিলির কংগ্রেসে বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। তবে চিলি লাতিন আমেরিকার একটি রক্ষণশীল দেশ। কিন্তু সেখানে সমানাধিকার নিশ্চিত করতে এই বিল পাস হলো।খবর সাম্প্রতিক দেশকাল

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবিপূরণ হলো।

ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেছেন, সমানাধিকার ও ন্যায়বিচার দেয়ার ক্ষেত্রে আমরা আরও এক পা এগোতে পারলাম।

রক্ষণশীল চিলির কাছে এটা ঐতিহাসিক বিল। সাবেক প্রেসিডেন্ট ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ নেন। বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই বিলের সমর্থক। মার্চে তার পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তিনি এই বিলে সই করবেন বলে মনে করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। চিলির সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৯০ দিন পরে আইন চালু হবে।

বিলে আরও বলা হয়েছে, সমলিঙ্গ বিয়ে করলে যদি তাদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে আইনসঙ্গত। এবার চিলিতেও তা স্বীকৃতি পাচ্ছে।

চিলিতে প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন প্রগতিশীল গ্যব্রিয়েল বরিক ও রক্ষণশীল জোস কাস্ট। চিলির সমাজ এমনিতে রক্ষণশীল হলেও অধিকাংশ মানুষ সমলিঙ্গ বিয়ের পক্ষে। রক্ষণশীল প্রার্থী কাস্ট জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে বিল পাস করতেন।

সম্প্রতি চিলিতে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে রক্ষণশীলতার বাইরে বেরোবার একটা প্রবণতা দেখা যাচ্ছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চিলিতে সমলিঙ্গ বিয়ে নিয়ে বিল পাস

প্রকাশের সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে সমলিঙ্গ বিয়ে আইনি স্বীকৃতি পেতে চলেছে। চিলির কংগ্রেসে বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। তবে চিলি লাতিন আমেরিকার একটি রক্ষণশীল দেশ। কিন্তু সেখানে সমানাধিকার নিশ্চিত করতে এই বিল পাস হলো।খবর সাম্প্রতিক দেশকাল

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবিপূরণ হলো।

ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেছেন, সমানাধিকার ও ন্যায়বিচার দেয়ার ক্ষেত্রে আমরা আরও এক পা এগোতে পারলাম।

রক্ষণশীল চিলির কাছে এটা ঐতিহাসিক বিল। সাবেক প্রেসিডেন্ট ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ নেন। বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই বিলের সমর্থক। মার্চে তার পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তিনি এই বিলে সই করবেন বলে মনে করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। চিলির সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৯০ দিন পরে আইন চালু হবে।

বিলে আরও বলা হয়েছে, সমলিঙ্গ বিয়ে করলে যদি তাদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে আইনসঙ্গত। এবার চিলিতেও তা স্বীকৃতি পাচ্ছে।

চিলিতে প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন প্রগতিশীল গ্যব্রিয়েল বরিক ও রক্ষণশীল জোস কাস্ট। চিলির সমাজ এমনিতে রক্ষণশীল হলেও অধিকাংশ মানুষ সমলিঙ্গ বিয়ের পক্ষে। রক্ষণশীল প্রার্থী কাস্ট জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে বিল পাস করতেন।

সম্প্রতি চিলিতে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে রক্ষণশীলতার বাইরে বেরোবার একটা প্রবণতা দেখা যাচ্ছে।