নিউইয়র্ক ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ উত্তর কোরিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার এই দেশটি গত মে মাসের পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) দ্বিতীয় দফায় এই স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়। যদিও আগামী অক্টোবর মাসে স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও চেষ্টা চালানোর কথা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ের সমস্যার কারণে এটি ব্যর্থ হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণটি শনাক্ত করে তারা। উৎক্ষেপণের পর রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে ‘আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে’। আল জাজিরা বলছে, এর প্রায় ১০ মিনিট পরে জাপানের ওকিনাওয়ার দক্ষিণতম অঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শসহ জরুরি সতর্কতা দেওয়া হয়। তবে প্রায় ২০ মিনিট পর তুলে নেওয়া হয় সেই সতর্কতা। জাপানি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই গোয়েন্দা স্যাটেলাইটের কিছু ধ্বংসাবশেষ ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকতে পারে। আল জাজিরা বলছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনার অংশ হিসেবে দেশটির নেতা কিম জং উনের কাছে গোয়েন্দা স্যাটেলাইটটি অগ্রাধিকার হিসেবে রয়েছে। গত মে মাসের শেষের দিকে দেশটি প্রথম দফায় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালায় এবং সেটি কার্যত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ উত্তর কোরিয়া

প্রকাশের সময় : ০৩:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার এই দেশটি গত মে মাসের পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) দ্বিতীয় দফায় এই স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়। যদিও আগামী অক্টোবর মাসে স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও চেষ্টা চালানোর কথা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ের সমস্যার কারণে এটি ব্যর্থ হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণটি শনাক্ত করে তারা। উৎক্ষেপণের পর রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে ‘আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে’। আল জাজিরা বলছে, এর প্রায় ১০ মিনিট পরে জাপানের ওকিনাওয়ার দক্ষিণতম অঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শসহ জরুরি সতর্কতা দেওয়া হয়। তবে প্রায় ২০ মিনিট পর তুলে নেওয়া হয় সেই সতর্কতা। জাপানি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই গোয়েন্দা স্যাটেলাইটের কিছু ধ্বংসাবশেষ ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকতে পারে। আল জাজিরা বলছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনার অংশ হিসেবে দেশটির নেতা কিম জং উনের কাছে গোয়েন্দা স্যাটেলাইটটি অগ্রাধিকার হিসেবে রয়েছে। গত মে মাসের শেষের দিকে দেশটি প্রথম দফায় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালায় এবং সেটি কার্যত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।
সুমি/হককথা